News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৮, ২১ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৬, ১৮ জানুয়ারি ২০২০

গাপটিলের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে নিউজিল্যান্ড

গাপটিলের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে নিউজিল্যান্ড

ঢাকা: মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে নিউজিল্যান্ড। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন রস টেইলর। দলীয় ৮৯ রানে দুই ব্যাটসম্যানকে হারানো নিউজিল্যান্ড এ দুই ব্যাটসম্যানের ব্যাটে ব্যাটে ভর করে এগুচ্ছে। এরই মধ্যে তাঁদের শত রানের পার্টনারশিপ পূর্ণ হয়েছে।

উইলিয়ামসনের বিদায়ের পর ব্যাটিং ক্রিজে আসেন ডানহাতি ব্যাটসম্যান রস টেইলর। এ দু’জন মিলে ১১১ রানের জুটি গড়েছেন। মার্টিন গাপটিল ১০৮ ও রস টেইলর ৪১ রান করে অপরাজিত থেকে ব্যাট করছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২০০ রান।

ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে কিউই শিবিরে দ্বিতীয় আঘাত হেনেছেন ক্যারিবীয় বোলার আন্দ্রে রাসেল। শুরু থেকেই সাবলীল ভঙ্গি খেলতে থাকা কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন হঠাৎ করেই নিয়ন্ত্রণহীন শট খেলে ক্রিজ গেইলের হাতে ক্যাচ দিয়ে ক্রিজ ছাড়েন।

সাজঘরে ফেরার আগে তিনি সংগ্রহ করেন ৩৫ বলে ৩৩ রান। উইলিয়ামসনের বিদায়ে ক্রিজে এসেছেন ডানহাতি ব্যাটসম্যান রস টেইলর।

এর আগে ম্যাচের পঞ্চম ওভারে কিউইদের প্রথম উইকেটটি তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার জেরম টেইলর। ওভারের দ্বিতীয় বলে তাকে তুলে ‍মারতে গিয়ে সীমানার কাছে জেসন হোল্ডারের হাতে ধরা পড়েন মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম (১২)।

এ ম্যাচের জয়ী দল আগামী মঙ্গলবার (২৪ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে খেলবে।

২০১২ সালের পর এ অবধি ওয়ানডেতে নয় বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ছয়টিতে জিতেছে ক্যারিবীয়রা। আর ব্ল্যাকক্যাপসদের জয় তিন ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ অবধি ৬০টি ম্যাচ খেলেছে কিউইরা। যার মধ্যে ২৩ ম্যাচে জয় আর পরাজয় ৩০ ম্যাচে। সাতটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

পরিসংখ্যানে ক্যারিবীয়রা এগিয়ে থাকলেও এবারের বিশ্বকাপে অনেকটাই এগিয়ে কিউইরা। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে বিশ্বকাপে অপরাজিত ব্রেন্ডন ম্যাককালামের দল। দারুণ ফর্মে রয়েছেন ম্যাককালাম, গাপটিল, উইলিয়ামসনরা। বোলিংয়েও দারুণ ছন্দে কিউই বোলাররা। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ড্যানিয়েল ভেট্টরিরা শাসন করছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের।

ইনজুরি আক্রান্ত ক্রিস গেইল শনিবারের ম্যাচে স্বরূপে ফিরলে কঠিন পরীক্ষা দিতে হতে পারে কিউই বোলারদের। জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের মহাবিস্ফোরক ইনিংস খেলে এর মধ্যে নিজের ক্ষমতা দেখিয়েছেন গেইল। অন্যদিকে, পেসার কেমার রোচের জায়গায় বাঁহাতি স্পিনার সুলেমান বেনকে খেলানো হচ্ছে শনিবারের ম্যাচে।

নিউজিল্যান্ড দলেও এসেছে একটি পরিবর্তন। ম্যাকক্লেনাগানের জায়গায় খেলছেন অ্যাডাম মিলনে। ইনজুরি আক্রান্ত হওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি এই বোলার।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, জনসন চার্লস, মারলন স্যামুয়েলস, জোনাথন কার্টার, দিনেশ রামদিন, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, সুলেমান বেন ও জেরম টেইলর।

নিউজিল্যান্ড একাদশ: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), রস টেইলর, ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, , অ্যাডাম মিলনে, ড্যানিয়েল ভেট্টোরি, কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি ও লুক রঞ্চি।

নিউজবাংলাদেশ.কম/এফই

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়