বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফরে পাকিস্তান
ঢাকা: দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আইসিসির পূর্ব নির্ধারিত সূচিতেই আগামী এপ্রিলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে। শুক্রবার অস্ট্রেলিয়ায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন জানিয়েছেন, ‘বিশ্বকাপ শেষে এপ্রিলেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল।’
এর আগে বাংলাদেশ সফরে আসা নিয়ে বিসিবির ওপর শর্ত আরোপ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা সিরিজ থেকে উপার্জিত অর্থের শতকরা ৫০ ভাগ দাবি করে। এ ছাড়া এ সফরের বিনিময়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে পাকিস্তান সফরের শর্ত দেয় পিসিবি।
বিসিবি পূর্ব নির্ধারিত সূচিতে এপ্রিলের প্রথম সপ্তাহে পাকিস্তানের ঢাকায় আসার কথা ছিল। বাংলদেশ সফরে টাইগারদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকবাহিনী।
পাকিস্তান সফর শেষে জুনের প্রথম সপ্তাহেই বাংলাদেশ সফরে আসবে ভারত। সফরে একটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে বিরাট কোহলিরা। এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ঢাকায় পৌঁছাবে। এরইমধ্যে দক্ষিণ আফ্রিকার সাথে সেই সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম