News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩১, ২০ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৬, ১৮ জানুয়ারি ২০২০

শুরুতেই উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

শুরুতেই উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

ঢাকা: অস্ট্রেলিয়া সব সময় নিজেদের মাঠে ভয়ংকর। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেই নক আউট পর্বে নাম লেখায় স্বাগতিক। সেই অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে হাইভোল্টেজ ম্যাচে টসে জিতেছে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে পাকবাহিনী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে দুই উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩৭ রান। ক্রিজে আছেন হ্যারিস সোহেল (৭) ও অধিনায়ক মিসবাহ উল হক (৮) রানে।

দলীয় ২৪ রানেই দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়েছে অস্ট্রেলিয়ার দুই পেসার। পাকিস্তান প্রথম উইকেট হারায় দলীয় পঞ্চম ওভারে। জোস হ্যাজলউডের চতুর্থ বলে ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার সফরাজ আহমেদ। ১৩ বল খেলে মাত্র ৫ রান করেন তিনি।

দলীয় ৬ষ্ঠ ওভারের স্টার্কের প্রথম বলেই ওয়াটসনের হাতে ক্যাচ তুলে দেন আহমেদ শেহজাদ। পাকিস্তানের এ ওপেনার ১৬ বল খেলে মাত্র ১০ রান করে আউট হন।

এর আগে শুক্রবার অ্যাডিলেড ওভালের টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়