আইসিসি কেড়ে নিল উজির আলীর প্রাণ!
নাটোর: বিশ্বকাপ ক্রিকেটের বিতর্কিত খেলায় ভারতের কাছে বাংলাদেশের পরাজয়ের শোক সহ্য করতে না পেরে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন এক ব্যক্তি।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ-ভারত খেলা শেষ হওয়ার পরপরই ঘটনাটি ঘটে।
খেলা পাগল এ মানুষটির নাম উজির আলী (৪৫)। তাঁর বাড়ি নাটোরের লালপুর উপজেলার কেশবপুর গ্রামে।
মৃতের ভাই বখতিয়ার জানান, “উজির আলী পেশায় রাজমিস্ত্রি। খেলাপাগল ছিলেন। দেশের ফুটবল ও ক্রিকেট খেলা নিয়মিত দেখতেন। আজও বাংলাদেশের খেলা দেখছিলেন। বাংলাদেশের পরাজয় বুঝতে পেরে ঘরের মধ্যে পায়চারি শুরু করেন তিনি। বাংলাদেশ দলের শেষ উইকেট পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুক চাপড়ে আর্তনাদ করতে থাকেন। এক সময়ে ভাই মেঝেতে পড়ে যায়।”
পরিবারের লোকজন তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচ্ছিল। পথেই তাঁর মৃত্যু হয়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্রিকেটপ্রেমীরা তাকে দেখার জন্য ছুটে আসেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম