News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৩, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫১, ১৮ জানুয়ারি ২০২০

বিতর্কিত আম্পায়ারিং

কুশপুতুল পুড়িয়েছে টাইগার সমর্থকরা

কুশপুতুল পুড়িয়েছে টাইগার সমর্থকরা

ঢাকা: বাংলাদেশ বনাম ভারতের  মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে কুশপুতুল পুড়িয়েছে টাইগার সমর্থকেরা। ওই ম্যাচের আম্পায়ার ছিলেন পাকিস্তানি আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গৌল্ড।

বৃহস্পতিবার সন্ধ্যায় খেলা শেষ হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আম্পায়ারের কুশপুতুল দাহ করে টাইগার সমর্থকেরা। একই সঙ্গে বিক্ষুব্ধ টাইগার সমর্থকদের ওই দু্ই আম্পায়ারের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায়।
আইসিসির বর্তমান সভাপতি ও বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামালও আম্পায়ারিং নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন। এমনকি খেলাচলাকালে ধারা ভাষ্যকাররাও আম্পায়ারদের দুটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।

সিদ্ধান্ত দুটির একটি রোহিত শর্মাকে করা রুবেল হাসানের বলকে ‘নো বল’ কল করা, রোহিতের ব্যাট থেকে যাওয়া যে বলটি তালুবন্দী করেছিলেন বাংলাদেশের ফিল্ডার।
আরেকটি আগের দুম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদকে আউট দেওয়া, যা লাইনের ওপর দাঁড়িয়ে ভারতীয় খেলোয়াড় তালুবন্দী করেছিলেন বলে দাবি উঠেছে।

আম্পায়ারের ‘ভুল’ সিদ্ধান্তে ক্ষুব্ধ মেহেদী হাসান নিউজবাংলাদেশ.কমকে বলেন, “এটা স্রেফ চিটিং। তা না হলে কখনোই আম্পায়ার রুবেলের বলটি নো বল ধরতো না।’ মেহেদীর ঠিক পাশেই ছিলন আনোয়ার হোসেন নামের অন্য এক শিক্ষার্থী।

তিনিও ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “এটা কি কোনো খেলা। এর চেয়ে বললেই হত, আমরা খেলতে যেতাম না।  রুবেলের নো বল ধরার সময়ই আমরা বুঝতে পারছিলাম, বাংলাদেশের ম্যাচ ঘিরে ষড়যন্ত্র হচ্ছে।”

এদিকে গণজাগরণ মঞ্চও আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মিছিল করেছে। মিছিলটি শাহবাগের জাদুঘরে সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে ছোট বড় অন্তত দুশ টাইগার সমর্থক অংশ নেন।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়