ভারতের লক্ষণও বলছেন ‘আউট ছিল’!
ঢাকা: ইনিংসের ৪০তম ওভার। ভারতের রোহিত শর্মা ব্যক্তিগত ৯০ রানেই আউট হতে পারতেন। রুবেল হোসেনের বলে ডিপ মিড উইকেটে দারুণ এক ক্যাচ নিয়েছিলেন ইমরুল কায়েস। কিন্তু ইংলিশ আম্পায়ার ইয়ান গৌল্ড ‘নো’ বল ডাকলেন। বিস্মিত বাংলাদেশী ক্রিকেট ভক্তরা। বিশ্বিত গোটা বিশ্ব। এমনকি সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণও।
ঘটনার এই পরস্পরা সেখানেই থামেনি। এর আগে খেলার ৩৪তম ওভারে সুরেশ রায়নার বিরুদ্ধেও এলবিডব্লিউয়ের আবেদন করেছিলেন বোলার মাশরাফি। রিপ্লেতে দেখা গেল, বল পিচ করে মিডল স্টাম্পের উপরেই থাকছে। কিন্তু এবারো আউট দিলেন না আম্পায়ার ইয়ান গৌল্ড। এমনকি রিভিউয়ের পর সিদ্ধান্ত অপরিবর্তিত রাখলো থার্ড আম্পায়ার স্টিভ ডেভিস।
এই বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে ইএসপিএনের এডিটর ইন চার্জ সম্বিত বাল টুইটারে লিখেছেন, “ ক্রিকেটের এই নিয়মটি পরিবর্তন করা দরকার। মাঠের আম্পায়ারের স্পষ্ট ভুল থার্ড আম্পায়ারের শুধরে নেয়া উচিত। এটা কমন সেন্সের বিষয়।” (Cricket needs to change this rule. An obvious error from the onfield umpire should get corrected by the third umpire. It`s common sense.)
ভারতের সাবেক ক্রিকেট লক্ষণ বলছেন, “আম্পায়ার ইয়ান গোল্ডের বাজে সিদ্ধান্ত। এটা নিশ্চয়ই কোমরের ওপরে ছিল না। রোহিতের সৌভাগ্য। এর ফলে ভারত অন্তত অতিরিক্ত ২০ রান পাবে।” (Bad decision from Gould,was definitely not above the waist.Lucky break for rohit.this can b the difference in getting xtra 20 runs.) ম্যাচের ধারাভাষ্য কক্ষে থাকা শেন ওয়ার্নও এই বিষয়টির সমালোচনা করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম