News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৭, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫২, ১৮ জানুয়ারি ২০২০

তাসকিনের প্রশংসায় বোথাম

তাসকিনের প্রশংসায় বোথাম

ঢাকা: ভারতের ছুঁড়ে দেয়া ৩০৩ রানের লক্ষ্য তাড়া করে প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারবে কিনা তা সময়ের গর্ভে। অবশ্য আর কয়েক ঘণ্টা বাদেই বিষয়টি জানা যাবে। তবে এই বাংলাদেশকে ভীষণ মনে ধরেছে বিশ্ববিখ্যাত ক্রিকেটারদের।

মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, সাকিব আল হাসান ও মাশরাফি মুর্তজাদের পর এবার বিশ্বের নানা প্রান্ত থেকে আলাদা করে প্রশংসা পাচ্ছেন টাইগারদের তরুণ পেসার তাসকিন আহমেদ। ভারত ম্যাচে তাসকিনের বোলিং দেখে তার প্রশংসা করেছেন ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথাম।

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে বোথাম লিখেন, “বাংলাদেশের তরুণ পেসার তাসকিন খুব ভালো বল করেছে। তাসকিনের অধিনায়ক যদি তাকে আরেকটু উৎসাহিত করত, তাহলে আরো ভালো পারফর্ম করতে পারত সে।” (Well bowled the young from Bangladesh..."Taskin" Maybe his captain should encourage him a bit more unless of course he could do better !!)

প্রসঙ্গত, ভারতের বিপক্ষে ১০ ওভার বল করে ৬৯ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন তাসকিন। রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে ও মহেন্দ্র ধোনিকে আউট করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়