News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫০, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫২, ১৮ জানুয়ারি ২০২০

বাংলাদেশের টার্গেট ৩০৩

বাংলাদেশের টার্গেট ৩০৩

ঢাকা: প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখাতে বাংলাদেশের দরকার ৩০৩ রান।

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করেছে ভারত। ভারতীয় ওপেনার রোহিত শর্মা সেঞ্চুরি তুলে নিয়েছেন। অর্ধশতক এসেছে সুরেশ রায়নার ব্যাট থেকে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। উদ্বোধনী জুটিতেই তুলেছিল ৭৫ রান। ১৭ ওভারের তৃতীয় বলে সাকিব বাংলাদেশকে প্রথমবার আনন্দের উপলক্ষ এনে দেন। যখন ৩০ রান করে স্টাম্পিংয়ের শিকার হন শিখর ধাওয়ান। ৪ রানের ব্যবধানে ফিরে যান বিরাট কোহলিও। ৩ রান করে রুবেল হোসেনের শিকার হন দিল্লির ব্যাটার।

তৃতীয় উইকেটে আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা ৩৬ রান করে বিচ্ছিন্ন হন। ২৮ ওভারের শেষ বলে দলীয় ১১৫ রানে ফেরেন রাহানে। চতুর্থ উইকেটে সুরেশ রায়নাকে নিয়ে রোহিত স্কোরবোর্ডে ১২২ রান যোগ করে বাংলাদেশকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দেয়। শেষে ৪৪ ওভারের পঞ্চম বলে গিয়ে রায়না ৬৫ রান করে আউট হন। মাশরাফি ফেরায় তাকে।

এরপর ১৩৭ রান করা রোহিত শর্মাকে সরাসরি বোল্ড আউট করেন তাসিকন আহমেদ। ২৭৩ রানে আউট হন তিনি। ৪৯ ওভারের শেষ বলে ধোনি ৬ রান করে তাসকিনের তৃতীয় শিকারে পরিণত হন। ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা ২৩ ও রবিচন্দন অশ্বিন ৩ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ৩টি উইকেট শিকার করেন। মাশরাফি, রুবেল ও সাকিব একটি করে উইকেট পান।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়