সেঞ্চুরির পথে রোহিত
ঢাকা: কোয়ার্টার ফাইনালের চাপ কাটিয়ে আস্তে আস্তে সেঞ্চুরির পথে হাঁটছে ভারতীয় ওপেনার রোহিত শর্মা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে খেলায় সংযমী একটি ইনিংস খেলে ধোনি বাহিনীর ইনিংসে অক্সিজেন সরবরাহ করছেন রোহিত।
শিখর ধাওয়ান, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে দ্রুত আউট হয়ে ফেরার পর এক প্রান্ত আগলে ভারতের ইনিংস টানছেন ওয়ানডে ক্রিকেটে দু দুবার ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে খেলায় চতুর্থ উইকেট জুটিতে সুরেশ রায়নাকে নিয়ে ব্যাট করছেন তিনি।
এ প্রতিবেদন লেখার সময় রোহিত ৯৬ বল মোকাবেলা করে ৮ চার ও এক ছক্কায় ৮৩ রান করেছেন। ৩৫ রান করে অপরপ্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন সুরেশ রায়না। এর আগে ভারতের ইনিংসের ৭৫, ৭৯ ও ১১৫ রানে তিনটি উইকেটের পতন হয়। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও সাকিব আল হাসান। প্রসঙ্গত, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সবচেয়ে বেশি ব্যাটিং গড় ভারতের রোহিত শর্মার। ১ সেঞ্চুরি আর এক অর্ধশতকে ৯৩.৬৬ গড়ে রান করেছেন তিনি। এখানে পাঁচ ম্যাচে তার সংগ্রহ ২৮১ রান। এরপর ভেন্যুটিতে দ্বিতীয় সেরা গড় অস্ট্রেলিয়ার ডেভিড হাসির।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম