জয় পেতে বাংলাদেশের পাঁচ করণীয়
ঢাকা: ভারত পরীক্ষার আগে ক্রিকেটবোদ্ধারা বাংলাদেশকে ‘আন্ডারডগ’ বলছেন। কারণ নাম-ধামের বিচারে দুর্দান্ত ফর্মে থাকা ভারতকে হারাতে অতিরিক্ত কিছুই করতে হবে সাকিব-তামিমদের। নিজেদের সামর্থ্যের সবটুকু নিংড়ে দিতে হবে, আর খেলতে হবে আত্মবিশ্বাসী ক্রিকেট। তবেই ধরা দেবে কাঙ্খিত জয়। পণ্ডিতরা বলছেন, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশি বোলাররা পাঁচটি বিষয় নিয়ন্ত্রণে রাখতে পারলে নতুন রূপকথা তৈরি হতে পারে।
১. আন্ডারডগ হওয়ার সুবিধা নিতে হবে। খেলতে হবে চাপহীন ক্রিকেট। কেননা বাংলাদেশের হারানোর তেমন কিছু নেই।
২. শুরুতেই ভারতের উইকেট ফেলে দিতে হবে। পরিসংখ্যান বলছে, এ বিশ্বকাপের অন্তত চারটি ম্যাচে শুরুর ১০ ওভারের মধ্যেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে ভারত গ্রুপ পর্বের ছয় ম্যাচের মধ্যে কেবলমাত্র একটিতে বড় উদ্বোধনী জুটি পায়।
৩. জয় পেতে হলে ডেথ ওভারে ভালো বল করার বিকল্প নেই বাংলাদেশের। পরিসংখ্যান বলছে, এ বিশ্বকাপে প্রথম দশ ওভারে গড়ে ৪.৬৫ রান তুলেছে ভারত। ৪০ ওভার পর্যন্ত সে রানের গড় ৫.৮৮। আর ডেথ ওভারে ৮.৮৬। অন্যদিকে বাংলাদেশ শুরুতেই প্রতিপক্ষের উইকেট শিকার করে একটা চাপ তৈরি করছে। ফলে তখন রান রেট কম থাকছে বিপক্ষ শিবিরের। কিন্তু শেষের দশ ওভারে ৯.৩৮ স্ট্রাইক রেটে রান হজম করেছে বাংলাদেশি বোলাররা। যা ম্যাচের বড় নিয়ামক হয়ে উঠতে পারে।
৪. জয় পেতে হলে বাংলাদেশকে অবশ্যই শট বল মোকাবেলায় সতর্ক হতে হবে। এ বিশ্বকাপে ভারতের গ্রুপ পর্বের ম্যাচের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে ভারতীয় পেস ত্রয়ী মোহাম্মদ সামি, মোহিত শর্মা ও উমেশ যাদব শট বলেই বেশি উইকেট শিকার করছেন। আর তাতে বিশ্বসেরা ক্রিকেটাররাই কুপোকাত হচ্ছেন।
৫. ভয়-ডরহীন ক্রিকেটের মাঝেও প্রতিপক্ষ সম্পর্কে সজাগ থাকতে হবে। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলছেন, “অতীত দিয়ে কিছুই হয় না।” তবে অন্যরা কিন্তু বারবার অতীত কপচিয়ে অতিরিক্ত প্রেরণা খোঁজার চেষ্টা করছেন। সেটা অবশ্যই ভালো। কিন্তু সবকিছুর মাঝে সংযমের একটা রেখা টানতেই হবে।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এএইচকে
নিউজবাংলাদেশ.কম