News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৩, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ২০:২৩, ৯ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশ বনাম ভারত: ক্রিকেট ফ্যাক্ট

বাংলাদেশ বনাম ভারত: ক্রিকেট ফ্যাক্ট

আগামী কালের বাংলাদশ -ভারত ক্রিকেট বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলাকে কেন্দ্র করে বাংলাদেশি ক্রিকেটভক্তদের মধ্যে চলছে টানটান উত্তেজনা।  ক্রিকেটভক্ত-দর্শকদের জন্য দু’দেশের মধ্যে অনুষ্ঠিত এ যাবৎ সব ম্যাচের সামগ্রিক তথ্য দিচ্ছে নিউজবাংলাদেশ।

হেড টু হেড
মোট: ২৮ ম্যাচ
ভারতের জয়: ২৪
বাংলাদেশের জয়: ৩
ড্র: ১টি

শেষ পাঁচ ম্যাচ
জুন ১৯, ২০১৪ ঢাকা- অমিমাংসিত
জুন ১৭, ২০১৪ ঢাকা- ভারত ৪৭ রানে জয়ী
জুন ১৫, ২০১৪ ঢাকা- ভারত ৭ উইকেটে জয়ী
ফেব্রুয়ারি ২৬, ২০১৪, ফতুল্লা- ভারত ৬ উইকেটে জয়ী
মার্চ ১৬, ২০১২, ঢাকা- বাংলাদেশ ৫ উইকেটে জয়ী

বিশ্বকাপে দুই দল:
খেলা: ২
বাংলাদেশের জয়-১
ভারতের জয়-১

ফেব্রুয়ারি ১৯, ২০১১, ঢাকা- ভারত ৮৭ রানে জয়ী
মার্চ ১৭, ২০০৭, পোর্ট অব স্পেন- বাংলাদেশ ৫ উইকেটে জয়ী

বাংলাদেশ স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, আরাফাত সানি ও শফিউল ইসলাম।

ভারতীয় স্কোয়াড:
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বির, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার ও স্টুয়ার্ট বিন্নি।

আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও আলিম দার (পাকিস্তান)

টিভি আম্পায়ার: স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া)

ম্যাচ রেফারি: রোশন মাহানামা (শ্রীলঙ্কা)

আবহাওয়া: হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

পিচ রিপোর্ট: স্লো পিচ হবে। রান ৩০০ এর বেশি হওয়ার সম্ভাবনা। টস খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।

দুটি পরিসংখ্যান
১. দুই দলের মধ্যকার অনুষ্ঠিত সর্বশেষ ১০ ম্যাচের আটটিতে পরে ব্যাট করা দল জয় পেয়েছে।
২. যদিও দুই দলের মধ্যকার সর্বশেষ ম্যাচে ভারত ১০৫ রান করেও ম্যাচ জিতে নেয়। ২০১৪ সালের জুনের সেই ম্যাচে ৫৮ রানেই অল আউট হয় বাংলাদেশ।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়