সাঙ্গা-জয়বর্ধনের বিষাদময় বিদায়
ঢাকা: বর্ণাঢ্য ওয়ানডে ক্যারিয়ারে অনেক রূপকথা গড়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি জোড় কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে। রেকর্ডের পর রেকর্ডের মালা গড়েছেন তারা। কিন্তু ওয়ানডে ক্যারিয়ারের শেষটা সুখকর হল না তাদের। কারণ বুধবার ২০১৫ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেই ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় বলতে হচ্ছে তাদের। আর টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে শ্রীলঙ্কাকেও।
এই বিশ্বকাপের আগেই মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারা ঘোষণা দিয়েছিলেন টুর্নামেন্টের শেষেই বিদায় নেবেন তারা। এরপর দেশের হয়ে আর ওয়ানডে ক্রিকেট নয়। যদিও শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস করজোড় করে সাঙ্গাকে অনুরোধ করেন, প্লিজ যেও না। ভক্তরাও পিছিয়ে ছিল না।
জয়বর্ধনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। কিন্তু তারা কেহই ভক্ত ও সতীর্থদের কথায় কান দেননি। নিজেদের সিদ্ধান্তেই অটল থাকেন। আর বিশ্বকাপ মঞ্চ থেকেই রঙিন পোশাকের ক্রিকেটকে বিদায় বলছেন।
সাঙ্গাকারা দেশের হয়ে ৪০৪টি ওয়ানডে ম্যাচ খেলে ৪১.৯৮ গড়ে ১৪ হাজার ২২৩ রান সংগ্রহ করেন। অন্যদিকে জয়বর্ধনে ৪৪৮ ম্যাচ খেলে ৩৩.৩৭ গড়ে ১২ হাজার ৬৫০ রান সংগ্রহ করেন। এদিকে দুই কিংবদন্তির বিদায়ে চারদিকে অভিনন্দনের বন্যা বইছে। শচীন টেন্ডুলকার, গ্রায়েম স্মিথ, ডেভ হোয়াটমোর, শেন ওয়াটসন, অনিল কুম্বলে, গ্লেন ম্যাকগ্রা, ভিভিএস লক্ষণ ও জ্যাক ক্যালিসের মতো তারকারা টুইটারে লঙ্কান জোড়কে অভিনন্দন জানিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম