‘বাংলাদেশি দৈত্যের ভয়ে কম্পমান ভারত!’
বাংলাদেশ-ভারতের মধ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বৃহস্পতিবার হতে যাওয়া কোয়ার্টার ফাইনালের আগে বাংলাদেশি সমর্থকরা মাঠের বাইরের খেলায় ভারতীয় সমর্থকদের এই মেসেজ দিতে কোনও ফাঁক রাখছেন না যে- বাংলাদেশ ভারতকে হারানোর সামর্থ্য রাখে। এসব কথা লিখেছে ভারতের হিন্দি দৈনিক নবভারত টাইমস।
বুধবার প্রকাশিত দৈনিকটির অনলাইন সংস্করণে আরও বলা হয়, বাংলাদেশকে নিয়ে ভারতীয় সমর্থকদের ‘মওকা মওকা’ নামের বিদ্রুপাত্মক বিজ্ঞাপনের প্রতিবাদে বাংলাদেশি সমর্থকরা আরো একটি ভিডিও অ্যাড প্রকাশ করেছে। নয়া ওই ভিডিওতে দেখানো হয়েছে- চাঁদের বুকে ভারতীয় এক নভোচারী তার দেশের পতাকা উত্তোলন করতে গিয়ে সবুজ রঙের এক বিশাল দানবের প্রতাপের মুখে ভয়ে কম্পমান অবস্থায় লুকিয়ে আছে। প্রসঙ্গত, বিজ্ঞাপনের ওই দৈত্যটি শক্তিশালী বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে।
https://www.youtube.com/watch?v=CCO-xM8tiTs&
ভিডিওতেটিতে শুরুতে দেখানো হয়, চাঁদের বুকে বিভিন্ন দেশের নভোচারীরা নিজ নিজ দেশের পতাকা ওড়াতে গেছেন। এসময় সবুজ রঙের এক বেপরোয়া দানব এসে সবাইকে ধরে টেনে-ছিঁড়ে-আছড়ে তাণ্ডবলীলা শুরু করে। এসময় আরও দেখানো হয়- পালিয়ে বাঁচা অপর এক নভোচারী যার হাতে ভারতের পতাকা রয়েছে, তিনি এক বিশাল পাথরের আড়ালে দাঁড়িয়ে আতঙ্কে কাঁপছেন।
পত্রিকাটি প্রতিবেদনের শেষে লিখেছে, এখন ক্রিকেটের ময়দানে শেষ হাসি কে হাসবে তা সময়ই বলে দেবে। তবে এই ভিডিওর মাধ্যমে দুটি দেশের মধ্যে অপেক্ষমান ম্যাচটি নিয়ে উত্তেজনার চরম স্তরে পৌঁছে গেছেন দুপক্ষের সমর্থকরা।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম