News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১০:০৯, ২৭ জানুয়ারি ২০২০

ম্যাককালাম টেলর আউট

ম্যাককালাম টেলর আউট

নিউজিল্যান্ডের অকল্যান্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। খেলতে নেমে স্বাগতিকদের বোলিংয়ে নাকাল হয়েছে অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ব্যাকফুটে চলে গেছে ক্লার্কের দল।

বোলার ট্রেন্ট বোল্টই ভেঙে দিয়েছেন অস্টেলিয়ার ব্যাটিং মেরুদণ্ড। একাই ৫টি উইকেট নিয়েছেন তিনি। আর টিম সাউদি ও ড্যানিয়েল ভেট্টরি পেয়েছেন ২টি করে উইকেট। নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারিয়ে ফেলেছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। তারপরও ডেভিড ওয়ার্নার ৩৪, ওয়াটসন ২৩, ফিঞ্চ ১৪ ও ব্রাড হাডিন ৪৩ রান করেছেন। তাই গুটিয়ে যাওয়ার আগে ১৫১ রান করতে পেরেছে অস্ট্রেলিয়া।

এর আগে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বনিন্ম স্কোর ১২৯ রান। ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে এই স্কোর করেছিল তারা।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়