বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: সুরেশ রায়না
ঢাকা: বিশ্বকাপে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টাইগারদের বিপক্ষে বৃহস্পতিবার মেলবোর্নের মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে নিয়ে তারা বেশ সতর্ক।
বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানিয়েছেন ভারতের অলরাউন্ডার সুরেশ রায়না।
২০০৭ বিশ্বকাপের প্রথম পর্বে ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অব স্পেনে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। সেবার সৌরভ, শেবাগ, টেন্ডুলকারদের সমৃদ্ধ ব্যাটিং লাইনআপকে ভেঙে দিয়েছিলেন টাইগার পেসার মাশরাফি বিন মর্তুজা। মাত্র ৪৯.৩ ওভারে ১৯১ রানে অলআউট হয়েছিলো ভারত।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “বাংলাদেশকে আপনি হালকাভাবে নিতে পারেন না। তারা ভারতের বিপক্ষে আগে ভালো করেছে, ২০০৭ সালে আমরা তাদের কাছে হেরেছি। এশিয়া কাপেও (২০১২ সাল) আমরা তাদের কাছে হেরেছি।”
শুধু কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নয়। এবারও বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কথা ভাবছে বর্তমান চ্যাম্পিয়নরা। ভারতের এ ক্রিকেটার আরও বলেন, “আমাদের মাঠে নেমে নিজেদের মেলে ধরতে হবে এবং আমরা ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে ভালো করেছি। তাই এখন আমাদের আর তিনটি ম্যাচ আছে। আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের কী করতে হবে, আমরা সেদিকে তাকিয়ে আছি। আমরা লিগ ম্যাচেও তাই করেছি।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে
নিউজবাংলাদেশ.কম