বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক ডুমিনির
ঢাকা: স্পিনের মায়াজাল বেছানোর কথা ছিল শ্রীলঙ্কার, অথচ তারাই কিনা স্পিন বিষে নীল। বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলতি বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার পার্টটাইম বোলার জেপি ডুমিনি দারুণ এক হ্যাটট্রিক তুলে নেন।
৩৩ ওভারের শেষ বলে অ্যাঞ্জেলো ম্যাথুস ও ৩৫ ওভারের প্রথম দুই বলে থারিন্ডু কৌশল ও নুয়ান কুলাসেকারাকে আউট করে ডুমিনি এই কৃতিত্ব দেখিয়েছেন। তার আগে ইংল্যান্ডের পেসার স্টিভ ফিন অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটি উপহার দিয়েছিলেন।
এদিকে ডুমিনির হ্যাটট্রিক ছাড়াও আরেক দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহিরের চার উইকেটে বড় ধাক্কা খেতে হয় এশিয়ার প্রতিনিধি শ্রীলঙ্কাকে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৭.২ ওভারে ১৩৩ রানে অলআউট হয় তারা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন কুমার সাঙ্গাকারা।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম