কিউইদের ঠোকরে চিৎপটাং অস্ট্রেলিয়া
৩০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ উইকেটে ১৩৬ রান। ব্র্যাড হ্যাডিন ৬ ও প্যাট কামিন্স শূন্য রানে ব্যাট করছেন।
তৃতীয় ওভারে টিম সাউদির বলে বোল্ড হয়ে যান অ্যারন ফিঞ্চ।
ত্রয়োদশ ওভারে ড্যানিয়েল ভেটোরির বলে সাউদির ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন শেন ওয়াটসন। সাউদির করা পরের ওভারের প্রথম বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ডেভিড ওয়ার্নার।
সপ্তদশ ওভারে স্টিভেন স্মিথকে লুক রনকির ক্যাচে পরিনত করেন ভেটোরি। পরের ওভারে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শকে বোল্ড করেন ট্রেন্ট বোল্ট।
বোল্টের পরের ওভারে শর্ট কাভারে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মাইকেল ক্লার্ক।
২২তম ওভারে মিচেল জনসকে উইলিয়ামসনের ক্যাচে পরিণত করে নিজের চতুর্থ উইকেট নেন বোল্ট। সেই ওভারেই মিচেল স্ট্যার্ককে বোল্ড করে নিজের পঞ্চম উইকেট নেন এই বাঁহাতি পেসার।
শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে আগের তিন খেলায় শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারায় নিউ জিল্যান্ড। অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে হারায় ইংল্যান্ডকে। বাংলাদেশের বিপক্ষে তাদের পরের ম্যাচটি পরিত্যক্ত হয়।
নিউজবাংলাদেশ.কম