১৩৩ রানেই শেষ শ্রীলঙ্কা
ঢাকা: বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২০১৫ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলায় ৩৭.২ ওভারে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কার ইনিংস। চারটি উইকেট নিয়েছেন ইমরান তাহির। তিনটি উইকেট গেছে আরেক স্পিনার জেপি ডুমিনির দখলে।
টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। পঞ্চম ওভারের প্রথম বলে দলীয় চার রানের মধ্যেই সাজঘরে ফেরেন দলটির দুই ওপেনার কুশল পেরেরা (৩) ও তিলকারত্মে দিলশান (০)। এরপর তৃতীয় উইকেট জুটিতে লাহিরু থিরিমান্নে ও কুমার সাঙ্গাকারা ইনিংস মেরামতের দায়িত্ব নেন।
দুজন এক সাথে ১৫ ওভার ব্যাটিং করে স্কোরবোর্ডে ৬৫ রান যোগ করে। কিন্তু দলীয় ৬৯ রানে ৪১ রান করা থিরিমান্নে ইমরান তাহিরের শিকার হওয়ার পর একেবারে ভেঙে পড়ে লঙ্কার ব্যাটিং লাইনআপ। তাহিরের পর ডুমিনির স্পিনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা।
টানা চার সেঞ্চুরি করা কুমার সাঙ্গাকারা এদিন ব্যক্তিগত ৪৫ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন। তার বিদায়ের পরই আকাশের মুখ গোমড়া হয়ে ওঠে। ঝিরঝিরিয়ে নামে বৃষ্টি। তবে কিছুক্ষণ বাদে আবার মাঠে গড়ায় খেলা। আর যথারীতি প্রতাপ ছড়ায় দক্ষিণ আফ্রিকার বোলাররা। ১৩৩ রানে অলআউট হয় লঙ্কা।
প্রসঙ্গত, লঙ্কার সাঙ্গা, থিরিমান্নে ও ম্যাথুস ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁঁছতে পারেনি।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম