বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ব্যাটিংয়ে শ্রীলংকা
ঢাকা: ২০১৫ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের রোমাঞ্চকর প্রথম কোয়ার্টার ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে শক্তিশালী শ্রীলংকা। বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ২ ওভার শেষে ১ উইকেটে ৩ রান।
শ্রীলঙ্কা দল: তিলকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কুশাল পেরেরা, থিসারা পেরেরা, দুসমান্থা চামিরা, নুয়ান কুলাসেকারা, থারিন্ডু কুশল ও লাসিথ মালিঙ্গা।
দক্ষিণ আফ্রিকা দল: হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাঁফ ডু প্লেসিস, রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, কাইল অ্যাবোট, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম