News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩২, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৬, ১৮ জানুয়ারি ২০২০

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে সামাজিক গণমাধ্যমে ঝড়

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে সামাজিক গণমাধ্যমে ঝড়

ঢাকা: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে মাঠে নামবে টাইগাররা। কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে দারুণ উজ্জীবিত বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। ২২ গজের ব্যাট বলের লড়াই নিয়ে ঝড় উঠেছে ফেসবুকসহ সামাজিক গণমাধ্যমগুলেোতে।

প্রতিবেশী দেশটির সঙ্গে সুদূর অস্ট্রেলিয়ার মেলবোর্নে মুখোমুখি হবে মাশরাফি-সাকিবরা। কিন্তু তাতে কী? এটি যে দুদেশের সম্মানের লড়াই। ভারত ক্রিকেটের সঙ্গে পরিচিত প্রায় একশ বছর। সেখানে বাংলাদেশ ক্রিকেটের  বয়স মাত্র ৩০ বছর।

পঞ্চম বারের মতো বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিয়ে গৌরবময় আসরে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন পূরণ করেছে টাইগাররা। এবার লক্ষ্য ভারতকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করা। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ্ ভারতের বিপক্ষে টাইগাররা সর্বশক্তি দিয়েই লড়াই করবে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে নিয়ে ভারত আছে চরম অনিশ্চয়তার মধ্যে।

টাইগারদের নিয়ে ভারতের ভয়ের কারণ টাইগারদের কাছে দুটি বড় আসরে পরাজয়। ২০০৭ বিশ্বকাপের পর ২০১২ সালের এশিয়া কাপে হারের ক্ষত এখনও দগদগে ঘা ভারতীয়দের হৃদয়ে। তাই বাংলাদেশকে নিয়ে দারুণ ক্ষেপে আছে প্রতিবেশী দেশের সমর্থকরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে পিছিয়ে নেই তারাও।

কিন্তু সমর্থকদের অনেকের কাছেই ম্যাচটি আর শুধুই একটি ক্রিকেট ম্যাচ নয়। দুদেশেরই ক্রিকেট সমর্থকরা ফেসবুক বা ইউটিউবে দিচ্ছেন নানা ধরনের পোস্ট, ভিডিও, মন্তব্য। উঠে আসছে ভারত-বাংলাদেশের ইতিহাস বা রাজনৈতিক নানা ইস্যু।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে ঝড় উঠেছে। বাংলাদেশের কেউ কোনো পোস্ট দিলেই তার পাল্টা পোস্ট দিচ্ছে ভারত সমর্থিতরা। চলছে নানা তর্ক, বিতর্ক, পোস্ট, পাল্টা পোস্টের লড়াই। যেন দুদেশের মধ্যে টান টান উত্তেজনা।

ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে হৈচৈ সৃষ্টি করেছে ভারতীয় সমর্থকদের কিছু ভিডিও বার্তায়। সেখানে ভারতের কয়েকজন সমর্থকের মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশের সমর্থকরাও পাল্টা জবাব দিয়েছে ভিডিও পোস্ট দিয়ে। প্রায় এক সপ্তাহ ধরে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বাংলাদেশের একদল ক্রিকেট সমর্থক।

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়