News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৯, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৭, ১৮ জানুয়ারি ২০২০

চাপে থাকবে ভারত: পাইলট

চাপে থাকবে ভারত: পাইলট

ঢাকা: ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে টাইগারদের কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে সর্বত্রই চলছে আলোচনা, উত্তেজনা। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে দারুণ উজ্জীবিত বাংলাদেশে ক্রিকেট সমর্থকরা।

ভারতের বিপক্ষের ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটাররাও হয়ে উঠেছেন সমান উৎসাহী। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতের বিপক্ষে টাইগারদের ম্যাচ নিয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট বলেন, “ভারতের বিপক্ষে আমি একাই জয় চাই না, দেশের ১৬ কোটি মানুষই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে জয় চায়। আমার বিশ্বাস বাংলাদেশ ভারতের বিপক্ষে এ খেলায় জিতবে।”

কি কারণে ভারতের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন, এমন প্রশ্নে সাবেক এ ক্রিকেটার বলেন, “এই মুহূর্তে বাংলাদেশ দলে যারা খেলছে তারা যেকোন দলকেই হারাতে পারে। বিশ্বকাপে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে। কোয়ার্টার ফাইনালে ভারতকে হারানো সম্ভব। আমরা ২০০৭ সালের বিশ্বকাপে ভারতে হারিয়েছিলাম। এরপর ২০১২ সালে এশিয়া কাপেও ভারতে হারিয়েছি। তাই ভারতকে নিয়ে ভয়ের কিছুই নেই।”

কোয়ার্টার ফাইনালে কেমন দল হওয়া উচিত এবং কিভাবে খেলতে হবে এমন প্রশ্নে পাইলট বলেন, “সেরাদের নিয়েই একাদশ সাজাতে হবে। তবে এ বিষয়ে আমার চেয়ে টিম ম্যানেজমেন্ট ভালো জানে। আমি যেটা বলবো, ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কোনো রকম চাপ নেয়া যাবে না। চাপ মুক্ত হয়ে খেলতে হবে। মাথায় যদি কোনো রকমন ভয় থাকে তাহলে ভালো করা যাবে না। ক্রিকেটারদের এ বিষয়টা মনে রাখতে হবে।”

বিশ্বকাপে আপনি বাংলাদেশ দলকে নিয়ে কি প্রত্যাশা করেছিলেন, এমন প্রশ্নের জবাবে পাইলট বলেন, “বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপটি ছিলো খুবই কঠিন। আমাদের যে লক্ষ্য ছিলো সেটি কিন্তু জয় হয়েছে। এখন আমরা আরও ফ্রি হয়ে খেলতে পারবো। আরও ভালো করার সুযোগ রয়েছে। ভারতের বিপক্ষে আমাদের হারানোর কিছুই নেই বরং বাংলাদেশকে নিয়ে ভারত চাপে থাকবে।”

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে নিয়ে ভারত চাপে থাকবে কেন? ভারত তো দারুণ ফর্মে থেকেই প্রথম রাউন্ডের সবগুলো ম্যাচেই জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে এমন প্রশ্নে তিনি বলেন, “এর আগে ভারত দুটি বড় বড় টুর্নামেন্টে বাংলাদেশের কাছে হেরেছে। যে কারণে বাংলাদেশকে নিয়ে ভারত চাপে থাকবে। তাছাড়া বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে। তাই বাংলাদেশকে নিয়ে ওরা চিন্তায় আছে।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়