News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২০, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৭, ১৮ জানুয়ারি ২০২০

বিশ্বকাপ ক্রিকেট ২০১৫

নকআউটের যে তথ্য আপনার অজানা

নকআউটের যে তথ্য আপনার অজানা

ঢাকা: গ্রুপ পর্বের সমাপণে অবশেষে শুরু হচ্ছে আসল বিশ্বকাপ। নক আউটের রোমাঞ্চ দিয়ে। ১৮ মার্চ থেকে। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনালের মধ্য দিয়ে। যেখানে হারলেই টুর্নামেন্ট থেকে ছুটি, দেশের বিমানে উঠতে হবে। আর জিতলে বিশ্বকাপের আরো কাছাকাছি। আসুন এবারের ক্রিকেট বিশ্বকাপের নকআউটের অজানা কিছু তথ্য জেনে নেই।

১. বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা কখনোই নক আউট পর্বে কোনো ম্যাচ জেতেনি।
২. এবারের বিশ্বকাপের সাতটি নক আউট পর্বের ম্যাচের প্রত্যেকটির জন্য একটি করে রিজার্ভ ডে আছে।
৩. যদি ম্যাচ পরিত্যক্ত , টাই কিংবা ফলহীন থাকে তাহলে গ্রুপ পর্বে যে দল ভালো পজিশনে ছিল তারা পরের পর্বে উতরে যাবে।
৪. যদি বিশ্বকাপ ফাইনাল অমিমাংসিত থাকে, তাহলে সুপার ওভারের মাধ্যমে বিজয়ী দল নির্বাচন করা হবে। কিন্তু যদি বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং রিজার্ভ ডে-তেও ফলাফল না আসে সেক্ষেত্রে ফাইনালের দুই দলকেই যৌথ বিজয়ী বলে ঘোষণা করা হবে।
৫. এই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচেই প্রথম অ্যাডিলেড ওভালে খেলতে নামবে অস্ট্রেলিয়া।
৬. বাংলাদেশ ভারতের বিপক্ষে বিশ্বকাপের নক আউট পর্বে প্রথম ম্যাচ খেলতে নামছে।
৭. চলতি বিশ্বকাপে কেবলমাত্র নিউজিল্যান্ড ও ভারত গ্রুপ পর্বে তাদের সবগুলো ম্যাচে জয় তুলে নেয়ার কৃতিত্ব দেখিয়েছে। জিতেছে ছয়টি করে ম্যাচ।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়