বিশ্বকাপ শেষ ইরফানের
ঢাকা: কোমরের ইনজুরিতে বিশ্বকাপ শেষ মোহাম্মদ ইরফানের।
২০ মার্চ অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালের আগেই দেশে ফিরতে হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা ক্রিকেটারকে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করে।
অবশ্য ৩২ বছর বয়সী ইরফান গ্রুপ পর্ব থেকেই এই সমস্যায় ভুগছেন। একই কারণে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ মাঠে নামতে পারেননি তিনি। যদিও পাকিস্তান আইরিশদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ওই ম্যাচ জিতেই নক আউট পর্বে নাম লেখাতে সমর্থ হয়।
শেষ আটের আগে ইরফানের ইনজুরি পাকিস্তান দলের জন্য বড় একটা ধাক্কাই। বিষয়টি নিয়ে পিসিবি বলছে, “সোমবার এমআরআই করার পর ইরফানের কোমরে চোট ধরা পড়ে। বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য দ্বিতীয়বার পরীক্ষা চালানো হয়। কিন্তু ফলাফল অপরিবর্তিত থাকে। ফলে দেশে ফেরত পাঠানো হচ্ছে তাকে।”
উদ্ভূত এই পরিস্থিতে বিকল্প পেসার ডেকে পাঠানোর জন্য চিন্তা-ভাবনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সেই বিকল্পকে অস্ট্রেলিয়ায় উড়িয়ে নেয়া হবে কেবলমাত্র অসিদের বিপক্ষে কোয়ার্টার জিতলেই। প্রসঙ্গত, ইরফান এই বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেন। আর গোটা ক্যারিয়ারে তার উইকেট সংখ্যা ৬৫।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম