বাংলাদেশকে ভোলেননি হরভজন
ঢাকা: ‘দুঃখের স্মৃতি নাকি দুঃস্বপ্নেও ফিরে আসে’- স্প্যানিশভাষী কবি পাবলো নেরুদার কণ্ঠে উচ্চারিত হয়েছিল এই বাণী। কথাটা কতোটা সত্য তা হরভজন সিংয়ের স্মৃতিচারণাতেই বোঝা যায়। ক্রিকেট ছাড়ার কয়েক বছর পরও এখনো নাকি ২০০৭ সালের বিশ্বকাপ স্মৃতি তাড়িয়ে বেড়ায় ভারতীয় স্পিনারকে।
সোমবার এক সাক্ষাৎকারে আরেকটি বাংলাদেশ-ভারত মহারণের আগে ভাজ্জি বলেন, “ওয়েস্ট ইন্ডিজে যখন প্রথমবার ওদের মুখোমুখি হয়েছিলাম, সেবার সত্যিই দুর্দান্ত খেলেছিল ওরা। জ্বলে উঠেছিল সব বিভাগেই। যা আমাদের অস্তিত্ব সঙ্কটে ফেলে দিয়েছিল। সেদিন কিছু বুঝে ওঠার আগেই আমাদের টপ অর্ডারের কয়েকজন ব্যাটসম্যান আউট হয়ে যায়। বোর্ডে তখনও খুব বেশি রান ওঠেনি। সেই প্রাথমিক ধাক্কা সামলে আমরা আর খেলায় ফিরতে পারিনি। ফলে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হয়েছিল আমাদের। স্বভাবতই সেটা আমাদের কাছে অপ্রীতিকর একটা স্মৃতি। এটা সঙ্গে নিয়েই আমাকে বাকি জীবন কাটাতে হবে।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম