বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার চূড়ান্ত
ঢাকা: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারতের ম্যাচে মাঠের আম্পায়ার থাকবেন ইংল্যান্ডের ইয়ান গৌল্ড ও পাকিস্তানের আলিম দার। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপের চার কোয়ার্টার-ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করায় এ তথ্য জানা যায়।
আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা। ম্যাচে মাঠের আম্পায়ার থাকবেন ইংল্যান্ডের ইয়ান গৌল্ড ও পাকিস্তানের আলিম দার।
টিভি আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার স্টিভ ডেভিস ও পল রেইফেল। এ ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রোশান মহানামা।
এবারের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে প্রথম রাউর্ডে ‘এ’ গ্রুপে আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হলে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় টাইগাররা। এপর্বের খেলায় শ্রীলংকা ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে মাশরাফিরা। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে টানা ছয় ম্যাচ জিতে কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।
নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম