News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৭, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৭, ১৮ জানুয়ারি ২০২০

যোগ্য বলেই কোয়ার্টারে বাংলাদেশ: হাথুরুসিংহে

যোগ্য বলেই কোয়ার্টারে বাংলাদেশ: হাথুরুসিংহে

ঢাকা: আর দুই দিন বাদেই নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ১৯ মার্চ মেলবোর্নে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের পরীক্ষা নেবে টাইগাররা।

গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে কোনো চাপ দেখছেন না বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নিজেদের প্রমাণেরও কোনো তাগাদা বোধ করছেন না লঙ্কান টেকটিশিয়ান। তার ভাষ্য, যোগ্যতর দল বলেই বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ।

সোমবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক সাক্ষাৎকারে লঙ্কান বংশোদ্ভূত বাংলাদেশি কোচ বলেন, “কারো নিকট প্রমাণের কিছু নেই আমাদের। কেননা আমরা কতোটা ভালো তা জানা আছে সবার। আর ঠিক সেই কারণেই কোয়ার্টার ফাইনালে আমরা। এখন আমরা আমাদের সামনে আসা সুযোগকে মোকাবেলা করে পরিস্থিতি উপভোগ করতে চাই।”

প্রতিপক্ষ নিয়ে বলতে গিয়ে হাথুরুসিংহে বলেন, “ভারত দারুণ ক্রিকেট খেলছে। তারা ভালো ব্যাটিং সাইড। কিন্তু মূল বিষয় হলো ভারতের পেস বোলাররা। তাদের দিকেই নজর রাখতে হবে।”

নিউজবাংলাদেশ.কম/এফকে/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়