জাদেজা-রোহিতে আস্থা রাখছে ভারত
ঢাকা: ২০১৫ বিশ্বকাপে দাপটের সহিত গ্রুপ পর্ব শেষ করেছে ভারত। কিন্তু নক আউটের রোমাঞ্চ শুরু হওয়ার সাথে সাথেই নীল জার্সিধারীদের কিছু কিছু বিষয় নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করতে হচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওপেনার রোহিত শর্মার ফর্ম। যদিও দুটো বিষয়কেই আড়াল করতে চাইছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আস্থা রাখছেন এই জোড়ের ওপর। অর্থাৎ, সম্ভবত বাংলাদেশ ম্যাচেও থাকছেন তারা।
জাদেজাকে অনেক সুযোগ দিয়েছে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। হালকা ইনজুরিতে ভোগার পরেও তাকে দলে রাখা হয়েছিল। কিন্তু বিশ্বকাপে এখন পর্যন্ত স্বরূপে দেখা যায়নি বাঁহাতি স্পিনারকে। জিম্বাবুয়ের বিপক্ষে তো রীতিমতো ছেলেখেলার শিকার হয়েছিলেন জাদেজা। যখন ব্রেন্ডন টেলর ভারতীয় স্পিনারের এক ওভারেই ২৫ রান আদায় করেন। কিন্তু তারপরও অধিনায়ককে পাশে পাচ্ছেন জাদেজা। তিনি বলেন, “আমি মনে করি সে ভালো বল করছে। আসলে এখনো সে উন্নতি করছে। আর ভারতীয় দলের জন্য সে খুব গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আমরা চাই বিশ্বকাপে ভালো করুক সে।”
ভারতের জন্য আরেকটি চিন্তার বিষয় রোহিত শর্মা। না, খারাপ সময়ের আবর্তে নেই তিনি। কিন্তু বড় ইনিংসও গড়তে পারছেন না ওয়ানডে ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক। বিষয়টি নেয় কেউ কেউ প্রশ্ন তুললে ধোনি বলেছিলেন, “শুধু রান দিয়ে রোহিতকে বিচার করবেন না আপনারা। সে কীভাবে ব্যাট করছে তার দিকেও লক্ষ্য করুন। আমার ধারনা সে ভালো ব্যাটিং করছে। উইকেটে গিয়ে সুস্থির থাকছে। কম্পোজডও মনে হচ্ছে তাকে। দারুণ সব শট খেলছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম