News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৩, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৭, ১৮ জানুয়ারি ২০২০

আইসিসির সিদ্ধান্ত নিয়ে পোর্টারফিল্ডের প্রশ্ন

আইসিসির সিদ্ধান্ত নিয়ে পোর্টারফিল্ডের প্রশ্ন

ঢাকা: আগামী আসর থেকে দশ দলের বিশ্বকাপ করার কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে নন-টেস্ট প্লেয়িং দেশগুলো ক্রিকেটের সর্বোচ্চ আসর থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে রয়েছে। যা নিয়ে অনেক কিংবদন্তি ক্রিকেটাররাই প্রশ্ন তুলেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডও।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পর বিশ্বকাপ পাড়ি জমাবে ইউরোপে। ইংল্যান্ডে আয়োজিত হবে ২০১৯ সালের আসর। চার বছর বাদের সেই বিশ্বকাপে চারটি দলকে ছেটে ফেলার কথা ভাবছে আইসিসি। অর্থাৎ ১৪ থেকে ১০ দলের আসর আয়োজনের পরিকল্পনা আটছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি মনঃপুত হচ্ছে না আইরিশ অধিনায়কের। রোববার পোর্টারফিল্ড বলছেন, “আমি ভাবতে চাই না যে এটাই (পাকিস্তান ম্যাচ) আমাদের শেষ বিশ্বকাপ ম্যাচ। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ যে আইসিসি বিষয়টি নিয়ে কীভাবে ভাবছে?”

ক্রিকেটকে বিশ্বব্যাপী আরো সম্প্রসারনের জন্য ও সবার মাঝে ছড়িয়ে দিতে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা কোনোভাবেই যে কমানো উচিত নয় সে বিষয়েও ইঙ্গিত করেন পোর্টারফিল্ড। তিনি বলেন, “ক্রিকেটকে যদি আরো ছড়িয়ে দেয়ার কথা চিন্তা করা হয় তাহলে আমাদের জেনে রাখা দরকার যে বিশ্বকাপে দলের সংখ্যা কমানো সঠিক সিদ্ধান্ত নয়। বরং আমার ভাবনা সংখ্যাটা আরো বাড়ানো যেতে পারে। যাতে করে আরো চারটি দল টুর্নামেন্টটিতে অংশ নিতে পারে।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়