News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৯, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৭, ১৮ জানুয়ারি ২০২০

সেঞ্চুরিতে রেকর্ডের বিশ্বকাপ

সেঞ্চুরিতে রেকর্ডের বিশ্বকাপ

ঢাকা: সেঞ্চুরির রেকর্ড গড়লো ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ।

একাদশতম ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বেই ৩৫টি সেঞ্চুরি দেখেছে বিশ্ব। যা রীতিমতো বিস্ময় জাগানিয়া। কেননা ১৯৭৫ সালের প্রথম ক্রিকেট বিশ্বকাপে গোটা আসরেই কেবলমাত্র ছয়টি সেঞ্চুরি দেখা গিয়েছিল।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত  ব্যাট হাতে সবচেয়ে দাপট দেখিয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। বাংলাদেশ, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে টানা চার ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। বিস্ময়করভাবে আফগানিস্তান ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। জ্বলে উঠতে পারেননি নিউজিল্যান্ড ম্যাচেও।

সাঙ্গাকারা ছাড়া শ্রীলঙ্কার আরেক ব্যাটসম্যান তিলকারত্মে দিলশান, বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ, ভারতের শিখর ধাওয়ান ও জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর দুটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন। দলগতভাবে সবচেয়ে বেশি সেঞ্চুরি লঙ্কার। আট বার তাদের ব্যাটসম্যানরা সেঞ্চুরি উদযাপন করেছেন।

দক্ষিণ আফ্রিকা পাঁচ, ভারত চার, ওয়েস্ট ইন্ডিজ তিন ও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা তিনটি করে সেঞ্চুরি উপহার দিয়েছে ক্রিকেট মহাযজ্ঞকে। তাছাড়া বাংলাদেশ, ইংল্যান্ড ও জিম্বাবুয়ে দল দুটি করে সেঞ্চুরির মালিক। একটি করে সেঞ্চুরি আছে নিউজিল্যান্ড, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড দলের ব্যাটসম্যানদের দখলে।

১৯৭৫ সালের ইংল্যান্ড বিশ্বকাপে সর্বসাকুল্যে ছয়টি সেঞ্চুরি হয়েছিল। ১৯৭৯ সালের দ্বিতীয় বিশ্বকাপে দুটি, ১৯৮৩ সালের তৃতীয় বিশ্বকাপে আটটি, ১৯৮৭ সালের উপমহাদেশীয় বিশ্বকাপে ১১টি, ১৯৯২ সালে আটটি, ২০০৩ সালে ২১টি, ২০০৭ সালে ২০টি এবং ২০১১ সালে ২৪টি সেঞ্চুরি দেখা গিয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়