‘ভারতকে চমকে দিতে পারে বাংলাদেশ’
ঢাকা: মুগ্ধতা সরছেই না সুনীল গাভাস্কারের। শেষ আটের লড়াইয়ে বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নিতে পারছেন না তিনি।
গ্রুপ পর্বে ইংল্যান্ড ম্যাচের পরই টাইগারদের পারফরম্যান্সের সরস প্রশংসা করেছিলেন ভারতীয় ক্রিকেটের প্রথম লিটল জিনিয়াস। নিউজিল্যান্ডের ম্যাচের পর আরো সতর্ক হয়ে উঠেছিলেন তিনি। টিম ইন্ডিয়াকে সতর্ক করেছিলেন বাংলাদেশ বিষয়ে। কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চের আগে ফের তার মুখে মাশরাফি মুর্তজা বাহিনীকে নিয়ে সমীহ। এক কলামে গাভাস্কার লিখেছেন, এই বাংলাদেশ ভারতকে চমকে দিতে পারে।
ওই কলামে গাভাস্কার লিখেন, কেন ইংল্যান্ড হেরে গেল তা নিয়ে অনেক মতামত উঠে আসছে। কিন্তু কেহই আলোচনা করছে না কেন বাংলাদেশ এতো ভালো খেলছে। কয়েক বছর আগে আইপিএলের আদলে বাংলাদেশেও শুরু হয়েছে বিপিএল। আইপিএলের মতো সেখানেও বিভিন্ন বিদেশি খেলোয়াড়দের ফ্রাঞ্চাইজি দলগুলোতে অন্তর্ভূক্ত করা হয়েছে। এতে বিদেশি ক্রিকেটাররা একটা ম্যাচের আগে কীভাবে প্রস্তুত হয়, সেটা বাংলাদেশের ক্রিকেটাররা চোখের সামনে দেখার সুযোগ পেয়েছে। কীভাবে চাপের মুখে ওই সব ক্রিকেটাররা মাথা ঠাণ্ডা রাখে সেটাও শিখেছে তারা। আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়ে গেছে। বিদেশি ক্রিকেটার সম্পকে যে একটা ভয়ের ব্যাপার বা সমীহ ছিল সেটাও কেটে গেছে। টি-টোয়েন্টি একজন ক্রিকেটারকে বেপরোয়াও করে তোলে। আসলে বাংলাদেশের ক্রিকেটাররা এখন বুঝে গেছে আস্কিং রেট বেশি হলেও খুব বেশি চিন্তা নেই। দু একটা ওভার বেশি রান নিলেই ম্যাচের লাগাম হাতে চলে আসে। ওদের এই পরিবর্তনটা ২০১২ সালের এশিয়া কাপের ধরা পড়েছিল। প্রথমে ভারতকে হারিয়েছিল। শ্রীলঙ্কাকেও বাড়ি পাঠায়। এরপর ফাইনালে গিয়ে অল্পের জন্য লক্ষ্যচ্যুত হয়। ওরা একেবারে ফুরফুরে মেজাজে খেলেছিল। কোনো পরিস্থিতিতেই ওদের টলানো যায়নি।
এর মধ্যে সাকিব আল হাসান বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি লিগ খেলে বেড়িয়েছে। দলে সেই অভিজ্ঞতাটা ওর হাত ধরেই এসেছে। বাকিরা সেটার ওপর নির্ভর করে এগিয়েছে। গত শুক্রবারের ম্যাচের আগে ওরা নিউজিল্যান্ডের বিপক্ষে সাতটি ম্যাচ খেলে সাতটিতেই জিতেছিল। ওই ম্যাচগুলোর সবকটি দেশের মাটিতে হলেও আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল তাদের। হ্যাঁ, একটু বিষয় এখনো একটু স্পর্শকাতর যে ওরা টেস্টে নিজেদেরকে ভালোভাবে উপস্থাপন করতে পারছে না। কিন্তু এবারের বিশ্বকাপে ওদের মধ্যে যে আত্মবিশ্বাস দেখলাম সেটা ধরে রাখতে পারলে শিগগির টেস্টেও ভালো করবে তারা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হালকাভাবে না নিলেই ভালো করবে ভারত। ওরা সবাইকে চমকে দিতেই পারে।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম