News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩১, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৭, ১৮ জানুয়ারি ২০২০

পরিসংখ্যানে বাংলাদেশের জয়জয়কার

পরিসংখ্যানে বাংলাদেশের জয়জয়কার

ঢাকা: চার সপ্তাহ আর ৪২ ম্যাচ শেষে বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চ এখন শেষ। ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে ছুটি হয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান ও জিম্বাবুয়ের।

এদিকে আর দুই দিন বাদে শুরু হচ্ছে নক আউট পর্বের রুদ্ধশ্বাস উত্তেজনা। ১৮ মার্চ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে উপমহাদেশীয় শক্তি শ্রীলঙ্কা ও বিশ্বকাপের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেরা আটের সেই লড়াই।

তার আগে গ্রুপ পর্বের শেষ সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে পরিসংখ্যানে বাংলাদেশ, ভারত ও কুমার সাঙ্গাকারার জয়জয়কার। অনেক রেকর্ডের সাক্ষী হয়েছে তারা-

১. গেল সপ্তাহে মাহমুদউল্লাহ রিয়াদ প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব দেখান। অ্যাডিলেড ওভালে ওই নজির গড়েন ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। ক্রিকেটের সর্বোচ্চ আসরে ৩০ ম্যাচ পর তিন অঙ্কের ঘর স্পর্শ করলো কোনো বাংলাদেশি।

২. ইংল্যান্ড ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের মধ্যে ১৪১ রানের পঞ্চম উইকেট জুটি বিশ্বকাপে টাইগারদের পক্ষে যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। যাতে করে টানা দুই টুর্নামেন্টে ইংলিশদের পরাজয় তিলক উপহার দিল বাংলাদেশ।

৩. হ্যামিল্টনে ভারতের বিপক্ষে ম্যাচে আইরিশরা উদ্বোধনী জুটিতে ৮৯ রান সংগ্রহ করে। এই বিশ্বকাপে ভারতের বিপক্ষে যা সর্বোচ্চ। অর্থাৎ, গ্রুপ পর্বে ভারতের বাকি পাঁচ প্রতিপক্ষ গোড়াপত্তনের জুটিতে এর বেশি রান স্কোরবোর্ডে জমা করতে পারেননি।

৪. শচীন টেন্ডুলকারের পর ভারতের দ্বিতীয় ওপেনার হিসেবে এক বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করার কৃতিত্ব দেখাল শিখর ধাওয়ান। অবশ্য মাস্টার ব্লাস্টার দুই বার ওই রেকর্ডের পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন।

৫. চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে টানা চার সেঞ্চুরির রেকর্ড গড়েন। বিশ্বকাপের ইতিহাসেও এক আসরের চার সেঞ্চুরির ঘটনা প্রথম। তাছাড়া নন-অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে তিনি প্রথম যিনি অস্ট্রেলিয়ার মাটিতে ৫টি ওয়ানডে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন।

৬. ওয়ানডে ক্রিকেটে কুমার সাঙ্গাকারার ৫০০ ডিসমিসাল ও বিশ্বকাপে ৫৪ ডিসমিসাল দুটিই এখন বিশ্বরেকর্ড।

৭. প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়েন মাহমদউল্লাহ রিয়াদ। শাহরিয়ার নাফিসের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি ওয়ানডে ক্রিকেটে দেশের পক্ষে এই নজির স্থাপন করেন।

৮. বিশ্বকাপে পাকিস্তানের প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির সৌরভ ছড়ালেন সরফরাজ আহমেদ। ২০০৭ সালে ইমরান নাজিরের পর প্রথম পাক ব্যাটসম্যান হিসেবে ওপেনার হিসেবে সেঞ্চুরিরও নজির দেখালেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়