News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৭:২৭, ৩ ফেব্রুয়ারি ২০২০

শ্রীলঙ্কার বিপক্ষে তিনশ’ রান করার সামর্থ্য বাংলাদেশেরও রয়েছে

শ্রীলঙ্কার বিপক্ষে তিনশ’ রান করার সামর্থ্য বাংলাদেশেরও রয়েছে

শ্রীলঙ্কার বিপক্ষে তিনশ’ রান করার সামর্থ্য বাংলাদেশেরও রয়েছে; তবে তার জন্য ভালো শুরুটা খুব জরুরি বলে মনে করছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ওয়ানডেতে এখন পর্যন্ত মাত্র ছয়বার তিনশ’ বা তার বেশি রান করে বাংলাদেশ। গত বছরের মার্চে শেষবার তিনশ’ রানের সংগ্রহ গড়েছিল তারা। তাতেও ব্যাটসম্যানদের ওপর আস্থা কমেনি অধিনায়কের।

“আমাদের ব্যাটসম্যানরা অবশ্যই পারে। যদি ভালো শুরু করি, অবশ্যই আমরা পারবো। এর আগেও আমরা করেছি। তিনশর জন্য না খেললেও আমরা এর কাছাকাছি যেতে পারবো।”

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ১০টি দলীয় তিনশ’ বা এর চেয়ে বেশি রানের ইনিংস হয়েছে।

বৃষ্টির তাণ্ডবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়। সেই ম্যাচে টসই সম্ভব হয়নি। আর নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শেষ বলে অলআউট হওয়া বাংলাদেশ করে ২৬৭ রান।

মাশরাফি মনে করেন, এবারের বিশ্বকাপ বোলারদের জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।

“এটা চিন্তার ব্যাপার। বিশ্বকাপ শুরুর আগে কেউ ভাবেনি এতো তিনশ’ রান হবে। তবে ভালো বল করতে পারলে সুবিধা পাওয়া যাবে।”

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গত রোববার এই মাঠেই খেলে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মাশরাফির বিশ্বাস, এমসিজির উইকেটেও অনেক রান হব।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়