News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৬, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৮, ১৮ জানুয়ারি ২০২০

শেষ আটের লড়াইয়ে কোন দেশ কোথায়

শেষ আটের লড়াইয়ে কোন দেশ কোথায়

ঢাকা: অ্যাডিলেড ওভালের জর্জ ডকরেলের করা ৪৭ ওভারের প্রথম বল মিডঅন দিয়ে উড়িয়ে মারলেন উমর আকমল। বিদ্যুৎ গতির সেই বল সীমানা রেখা স্পর্শ করল কয়েক সেকেণ্ডেই। পাকিস্তানের ড্রেসিং রুমে তখন ম্যাচ জয়ের আনন্দ। যে জয়ের মাধ্যমে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় মিসবাহ বাহিনীর। আর বিদায় ঘণ্টা বাজে আয়ারল্যান্ডের। বাড়তি তথ্য হলো এই ম্যাচটির মাধ্যমেই ২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চ শেষ হয়।

আগেই নির্দিষ্ট হয়েছিল ‘এ’ গ্রুপের চার কোয়ার্টার ফাইনালিস্ট। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার সাথে নক আউট পর্বে উতরে যায় বাংলাদেশও। কিন্তু ‘বি’ গ্রুপের শীর্ষ দল ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়া বাকি দুই দলের ভাগ্য আটকে ছিল শেষ ম্যাচের ফাঁদে। তাতে নিজ নিজ খেলায় জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। রোববার দিনের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানরা ছয় উইকেটে হারায় সংযুক্ত আরব আমিরাতকে। আর পাকিস্তান সাত উইকেটে পরাস্ত করে আইরিশদের। ফলে সম্ভাবনা মরে যায় উইলিয়াম পোর্টারফিল্ড বাহিনীর। অন্যদিকে পরের পর্বের টিকিট পায় পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। আর নির্দিষ্ট হয়ে যায় শেষ আটের লাইন আপ।

১৮ মার্চ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে সিডনিতে শ্রীলঙ্কার পরীক্ষা নেবে দক্ষিণ আফ্রিকা। এক দিন বাদে অর্থাৎ, ১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের সামনে দাঁড়াবে বাংলাদেশ। ২০ মার্চ বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে পাকিস্তান। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি। আর ২১ তারিখ বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে ওয়েলিংটনের ওয়েষ্টপ্যাক স্টেডিয়ামে বিশ্বকাপের সহ-আয়োজক নিউজিল্যান্ডের পরীক্ষা নেবে ওয়েস্ট ইন্ডিজ।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়