বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গেইলের
রান-খরা কাটিয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে বিশ্বকাপে দ্বিশতক করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার ক্যানবেরার ম্যানুকা ওভালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রান করেন গেইল। ১৪৭ বলের ইনিংসটিতে ১৬টি ছয় মারেন তিনি।
এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংসটি ছিল দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনের। ১৯৯৬ বিশ্বকাপে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ১৮৮ রান করেছিলেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে এর আগে দ্বিশতকের ইনিংস ছিল চারটি। এর মধ্যে দুটিই খেলেন ভারতের রোহিত শর্মা। ২০১৪ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রান করেন তিনি। ওয়ানডে সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস এটাই।
ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে ২০১১ সালের ডিসেম্বরে বীরেন্দর শেবাগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ২১৯ রান। ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস ভারতের এই ব্যাটসম্যানের।
এরপরই স্থান পেয়েছে গেইলের ইনিংসটি। রোহিতের প্রথম দ্বিশতকটি (২০৯) ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা। আর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের শচিন টেন্ডুলকারের অপরাজিত ২০০ রান ওয়ানডে ক্রিকেটে প্রথম দ্বিশতক।
ভারতের বাইরে এই প্রথম বিশ্ব ক্রিকেট ওয়ানডেতে দ্বিশতক দেখল। এর আগের চারটি দ্বিশতকই ভারতে করেন সে দেশের ব্যাটসম্যানরাই।
অনন্য এই কীর্তি গড়ার পথে আরও একটি রেকর্ড নিজের করে নেন গেইল-তার ১৩৮ বলের দ্বিশতকটি ওয়ানডের দ্রুততম। এর আগে ভারতের শেবাগের করা ১৪০ বলের দ্বিশতকটি ছিল দ্রুততম।
গেইল তার প্রথম শতকটি পূর্ণ করেন ১০৫ বলে। শতক করার পথে ৫টি চার ও ৫টি ছয় মারেন তিনি। মুখোমুখি হওয়ার ১৩৩তম বলে বিশ্বকাপে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙেন গেইল। শন উইলিয়ামসের বলে বিশাল এক ছ্ক্কা মেরে নিজের রান ১৮৯তে নিয়ে যান তিনি।
টেন্ডাই চাটারার বলে চার মেরে ১৯৭ থেকে দ্বিশতকে পৌঁছান গেইল। এমন একটি ইনিংস খেলে রান-খরা কাটানোর পর ঈশ্বরকে ধন্যবাদ জানান ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যান।
“রান করার জন্য আমি চাপে ছিলাম। এই ইনিংসটির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই।”
নিউজবাংলাদেশ.কম