News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৬, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ১০:২৩, ১৮ জানুয়ারি ২০২০

মাঠে সামি-হোল্ডার দ্বন্দ্ব!

মাঠে সামি-হোল্ডার দ্বন্দ্ব!

ঢাকা: রোববারের নেপিয়ারে ‘পুঁচকে’ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। হারলেই বিদায়। জিতলেও নানা সমীকরণ মেলাতে হবে। অথচ সেই ম্যাচে কিনা ক্যারিবিয়ানদের সাবেক অধিনায়ক ড্যারেন সামি ও বর্তমান অধিনায়ক জেসন হোল্ডার উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন! হ্যাঁ, টেলিভিশন সেটের সামনে খেলা দেখতে বসা দর্শকদের কাছে অন্তত তাই মনে হবে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন হোল্ডার।

আমিরাতকে ৬ উইকেট হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর প্রাথমিক কাজ সেরে হোল্ডার জানাচ্ছেন, ওটা ছিল বন্ধুত্বপূর্ণ এক আলোচনা! আসলে তার সঙ্গে মজা করতে চেয়েছিলেন আমি! ঘটনার সূত্রপাত খেলার ৩০তম ওভারে। সংযুক্ত আরব আমিরাতের স্কোর তখন ছয় উইকেটে ১০৭। আইসিসির সহযোগী দেশটি ৪৬ রানে ছয় উইকেট হারানোর পর সপ্তম উইকেট জুটিতে তরতরিয়ে এগিয়ে চলছিল। তখন প্রত্যাশিত ব্রেক থ্রু আনতে ড্যারেন সামিকে বোলিংয়ে ডাকেন হোল্ডার। বিষয়টি মনঃপুত হয়নি সাবেক ক্যারিবিয় অধিনায়কের। কেননা এর আগের স্পেলে মাত্র এক ওভার করিয়েই সরিয়ে নেয়া হয় তাকে। যদিও সেই ওভারে মাত্র ৪ রান দিয়েছিলেন সামি।

এই বিষয়টি নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সামি বলেন, “মাঠে পরস্পরের মধ্যে কিছুটা মজা করতে চেয়েছিলাম। যদিও শেষ পর্যন্ত বিষয়টি সেরকম মনে হয়নি। মাঠে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। এটা খেলারই অংশ। আর দিন শেষে আমরা হাত মিলিয়েছে। এক সঙ্গে হাসাহাসিও করেছি।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়