News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৫, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ১০:২৩, ১৮ জানুয়ারি ২০২০

পাকিস্তানের বিপক্ষে পোর্টারফিল্ডের নিঃসঙ্গ লড়াই

পাকিস্তানের বিপক্ষে পোর্টারফিল্ডের নিঃসঙ্গ লড়াই

ঢাকা: আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বড় স্কোর দাঁড় করানোর জন্য। গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করেছেন তিনি। কিন্তু তাঁর যোগ্য সঙ্গী ছিল না কেউ। দলের কঠিন বিপদেও উইকেটে স্থির ছিলেন তিনি। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দলের পক্ষে একাই লড়াই করে সেঞ্চুরি হাঁকিয়েছেন উইলিয়াম।

তাঁর সেঞ্চুরির দিনে পাকিস্তানের বিপক্ষে সতীর্থরা হতাশ করেছে আয়ারল্যান্ডের ভক্তদের। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৩৭ রানে থেমে যায় তারা। উইলিয়াম ১৩১ বল খেলে ১০৭ রানের অসাধারণ ইনিংস খেলে সোহেল খানের বলে শহীদ আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

তাঁর গুরুত্বপূর্ণ ইনিংসে ১১টি চার ও একটি ছক্কার মার রয়েছে। খেলার ৩৮.৫ ওভারে দলীয় ১৮২ রানের মাথায় উইলিয়াম আউট হন। এ দিন শুরু থেকেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড। দলীয় ১১ রানের মাথায় ওপেনার পল স্টালিংন মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন।

সত্যি বলতে এ দিন উইলিয়াম পোর্টারফিল্ড ছাড়া আয়ারল্যান্ডের কোনো ব্যাটসম্যানই পাকিস্তানের বোলারদের সামদনে দাঁড়াতে পারেনি। সবাই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছেন। দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে জয়েস ১১, নেইল ও ব্রাইন ১২ ও বালবিরনিও মাত্র ১৮ রান করে আউট হন। অন্যদের মধ্যে গ্যারি উইলসন ২৯ ও স্টুয়ার্ট থমসন মাত্র ১২ রান করে আউট হন। 

অ্যাডিলেড ওভালে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন নিয়ে পরস্পর মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড-পাকিস্তান। আজকের ম্যাচে যে জিতবে সে-ই সরাসরি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে যাবে। তবে ড্র করলে অথবা ম্যাচটি যদি পরিত্যক্ত হয়ে তবে দুই দলের ভাগ্যেই কোয়ার্টার ফাইনালের স্বপ্ন পূর্ণ হবে। কারণ তখন সমান ছয় পয়েন্ট নিয়ে সামান্য এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাবে এ দুই দল।

পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ একাই নেন তিনটি উইকেট। এছাড়া সোহেল খান ও রাহাত আলি নেন দুটি করে উইকেট।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়