জাকের-শামীমকে `স্পিরিট অব ক্রিকেট` পুরস্কার দেয়া উচিত
ছবি: ইন্টারনেট
চলতি বছরের স্পিরিট অব ক্রিকেট পুরস্কারটি জাকের আলী ও শামীমকে দেওয়া উচিত বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ।
সামাজিকমাধ্যম ‘এক্সে’ এক পোস্টের মাধ্যমে কেন তারা এ পুরস্কারের যোগ্য, তাও ব্যাখ্যা করেন তিনি।
বিশপ লিখেছেন, 'যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেওয়ার, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের আলী ও শামীম হোসেন তৃতীয় রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন এটা বুঝতে পেরে যে, আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় চোট পেয়েছেন।'
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের ঘটনা। উইন্ডিজকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে ৮০ রানের রাজকীয় জয়ের মধ্য দিয়ে টাইগাররা নিজেদের আধিপত্য প্রমাণ করেছে। সিরিজজুড়ে দলের খেলোয়াড়দের পারফরম্যান্স যেমন নজর কেড়েছে, তেমনি মাঠে দেখা গেছে স্পোর্টসম্যানশিপের বিরল এক দৃষ্টান্ত।
ম্যাচের ১৪তম ওভারে ঘটে এক মানবিক ঘটনা, যা গোটা ক্রিকেট দুনিয়ার প্রশংসা কুড়িয়েছে। উইন্ডিজের স্পিনার গুডাকেশ মোতির করা প্রথম বলে জাকের আলী একটি স্লগ সুইপ করে সজোরে শট নেন। বলটি ধরার জন্য দৌড়ান ফিল্ডার ওবেদ ম্যাককয়। কিন্তু ক্যাচ ধরতে গিয়ে চোটে পড়েন ম্যাককয় এবং মাঠে বসে যন্ত্রণায় কাতরান।
জাকের এবং শামীম তখন দুই রান সম্পন্ন করলেও ইচ্ছা করলেই আরও বেশ কয়েকটি রান নিতে পারতেন। তবে ম্যাককয়ের চোট দেখে দুজনেই দৌড় বন্ধ করে দেন এবং আর কোনো রান নেননি।
বাংলাদেশের এ দৃষ্টান্তমূলক আচরণ নজর এড়ায়নি ক্রিকেট বিশ্বের। জাকের এবং শামীমকে প্রশংসায় ভাসালেন উইন্ডিজের জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ।
নিউজবাংলাদেশ.কম/এসবি