২০৩৪ বিশ্বকাপের দায়িত্ব পেল সৌদি আরব
২০৩৪ বিশ্বকাপের দায়িত্ব পেল সৌদি আরব। ছবি: সংগৃহীত
অনেক দিন ধরেই আলোচনা চলছিল ২০৩৪ ফুটবল বিশ্বকাপ নিয়ে। টুর্নামেন্টটি আয়োজনে আয়োজনে সৌদি আরবের বিপক্ষে কোনো দেশ বিড না করায় তখনি অনেকটাই নিশ্চিত হয়ে যায় আয়োজক স্বত্ব পাওয়া।
বুধবার (১১ ডিসেম্বর) ফিফা আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে মরুর দেশেই হচ্ছে ২০৩৪ বিশ্বকাপ।
কিন্তু কাতারের মতো সৌদি আরবের বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠতে থাকে। ২০২২ সালে বিশ্বকাপের আগে ইউরোপের অধিকাংশ ফুটবল সংস্থা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানিয়ে ছিল কাতারের বিরুদ্ধে। যদিও শেষ পর্যন্ত সব বিতর্ক পেছনে ফেলে সাফল্যের সঙ্গে বৈশ্বিক এই আসর আয়োজন করে এশিয়ার দেশটি।
ফিফা কংগ্রেসের এক সভায় বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা নিশ্চিত করেছে, সৌদি আরবে হচ্ছে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ। ৪৮ দল নিয়ে আয়োজিত এই বিশ্বকাপ সামনে রেখে নতুন করে ১১ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে সৌদি। দেশটির পাঁচ শহরে বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ। যার মধ্যে রাজধানী শহর রিয়াদেই থাকছে ৮ স্টেডিয়াম। টুর্নামেন্টের সূচি না জানা গেলেও কবে হতে পারে, সেটার ব্যাপারে ধারণা পাওয়া গেছে। রমজান মাস ও সৌদিতে গ্রীষ্মকালীন তাপমাত্রার কথা চিন্তা করে ২০৩৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ফুটবল বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা বেশি।
আয়োজক স্বত্ব পাচ্ছে এটা ধরে নিয়েই সৌদির রাজধানী রিয়াদে উৎসবে মাতেন দেশটির ফুটবলপ্রেমীরা। সন্ধ্যা থেকেই রিয়াদ শহরে জড়ো হতে থাকেন তারা।
আনুষ্ঠানিক ঘোষণার পর তাদের আনন্দের মাত্রা আরো বেড়ে যায়। সব মিলিয়ে ২৩টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। সৌদি ফেডারেশন তাদের প্রাথমিক পরিকল্পনায় উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ রেখেছে কিং সালমান স্টেডিয়ামে। কিন্তু এটি এখনো নির্মীয়মাণ।
২০৩২ সালে শেষ হবে নির্মাণকাজ। গরমের বিষয়টি বিবেচনায় রেখে কাতারের মতো শীতের সময়ে হতে পারে এই বিশ্বকাপ।
একই সঙ্গে ২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজকদের নামও জানা গেছে ফিফা কংগ্রেসে। তিন মহাদেশের ছয় দেশে হবে এই মহাযজ্ঞ।
দক্ষিণ আমেরিকা মহাদেশের তিন দেশ হচ্ছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে।
টুর্নামেন্টে ইউরোপ অংশ থেকে আয়োজক হিসেবে থাকছে স্পেন ও পর্তুগাল।
আফ্রিকার একমাত্র দেশ হিসেবে থাকছে মরক্কো।
ছয় দেশে হতে যাওয়া বিশ্বকাপ দিয়েই ফুটবল বিশ্বকাপের ১০০ বছর পূর্ণ হতে যাচ্ছে। যে কারণে প্রথম বিশ্বকাপের আয়োজক দেশ উরুগুয়েতে হবে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ। এর পরের ম্যাচ দুটি হবে যথাক্রমে আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। আর বাকি সব ম্যাচ হবে পর্তুগাল, স্পেন ও মরক্কোতে।
নিউজবাংলাদেশ.কম/পলি