শীর্ষে আরো সুসংহত বার্সা
ঢাকা: ইউরোপিয়ান গোল্ডেন শুয়ের লড়াইয়ে আরো এগিয়ে গেলেন লিওনেল মেসি। পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে ছাপিয়ে আরো এগিয়ে গেল বার্সেলোনাও। শনিবার স্প্যানিশ লা লিগার খেলায় এইবারের বিপক্ষে ২-০ গোলে জিতেছে কাতালন জায়ান্টরা। তাতে জোড়া গোল আর্জেন্টাইন ফুটবল যাদুকর লিওনেল মেসির।
এস্টাডিও মুনিসিপাল ডি ইপুরুয়া জয়ের দিনে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে স্পষ্ট চার পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছে বার্সা। ২৭ রাউন্ড শেষে ৬৫ পয়েন্ট লুইস এনরিকের শিষ্যদের। এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট ক্রিশ্চিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের দলের। ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে ভ্যালেন্সিয়া। ২৭ ম্যাচ খেলেছে মাস্তেয়া স্টেডিয়ামের অধিবাসীরা। সমান সংখ্যক ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পরের স্থানটি লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের।
এই বছরের শুরুতে তৃতীয় বার ব্যালন ডি’অর জেতা পর্যন্ত লিগে মেসির থেকে ১২ গোল এগিয়ে ছিল রোনালদো। কিন্তু টানা দুবার ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ডে পার্শ্ব চরিত্র থাকার পর ফুটবলের ক্ষুদে যাদুকর যেন জেগে ওঠেন। এরপর ১০ ম্যাচে ১৭ গোল করেন এমএলটেন। শনিবার তো ছাপিয়েই গেলেই চিরপ্রতিদ্বন্দ্বীকে। খেলার ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোলমুখ খুলেছিলেন। আর বিরতি থেকে ফিরে বিরল এক হেডারে স্কোরলাইন ২-০ করেন বার্সা প্রাণ ভোমরাই। লিগে এখন ৩২ গোল তার। রোনালদোর থেকে দুই গোল বেশি। আর ইউরোপিয়ান প্রতিযোগিতায় সর্বসাকুল্যে ৪৩টি।
এইবার জয়ের পর গুরুত্বপূর্ণ সপ্তাহে বার্সার নজর এখন ম্যানচেস্টার সিটির দিকে। আগামী বুধবারে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বে ইংলিশ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে নেইমার, মেসি ও সুয়ারেসের দল। এরপর আগামী রোববার ‘এল ক্লাসিকো’তে রিয়াল মাদ্রিদের সামনে দাঁড়াবে বার্সা। যা কাতালন জায়ান্টদের শিরোপা পুনরুদ্ধারে মহাগুরুত্বপূর্ণ একটি ম্যাচ।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম