News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৭, ৬ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের দাপটে ১১৬ রানে অলআউট পাকিস্তান

বাংলাদেশের দাপটে ১১৬ রানে অলআউট পাকিস্তান

বাংলাদেশের দাপটে ১১৬ রানে অলআউট পাকিস্তান। ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের তিন ম্যাচে আগে ব্যাটিং করে পাকিস্তানের সংগ্রহ ২৮১, ৩১৪ ও ২৪৩। তিনটি ম্যাচেই বড় ব্যবধানে জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছিলেন সাদ বাইগ-ফাহাম উল হকেরা। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে আজ জ্বলে উঠতে পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।

দুবাইয়ে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। ৫০ ওভার ব্যাটিং তো অনেক দূরের কথা, স্কোরবোর্ডে ২০০ এমনকি ১৫০ রানও তুলতে পারেনি পাকিস্তান। কোনো রকমে ধুঁকে ধুঁকে ইনিংসের ১৩ ওভার বাকি থাকতে ১১৬ রানে গুটিয়ে গেছে পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে দাপট দেখিয়েছেন ইকবাল হোসেন ইমন। ডান হাতি এ পেসার ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া মারুফ মৃধা ২টি এবং আল ফাহাদ ও দেবাশিষ সরকার ১টি করে উইকেট নিয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) টস জিতে আগে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। 

অধিনায়কের সিদ্ধান্ত যে যৌক্তিক ছিল, সেটা ইনিংসের প্রথম ওভারেই বুঝিয়ে দেন মারুফ মৃধা। দারুণ এক ডেলিভারিতে উসমান খানকে (০) সাইমুন বশিরের হাতে কাচে পরিণত করেন। পরের ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার সাহযাইব খানকেও (০) ফেরান মারুফ।

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার বাইগ ৪১ বলে ৩ চারে করেন ১৮ রান। এখান থেকে ধস নামে তাদের ইনিংসে। ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ৬ উইকেটে ৭৯ রানে পরিণত হয় পাকিস্তান। এরপর সপ্তম উইকেটে ফারহান ইউসাফ ও ফাহাম উল হক গড়েন ৩৪ রানের জুটি। এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তারা। ৩৭ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় দলটি। ৩ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারিয়েছে পাকিস্তান।

ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন ইউসাফ। মিডল অর্ডার ব্যাটার ৩২ বলের ইনিংসে ৩ ছক্কা ও ১ চার মারেন। বাংলাদেশের সেরা বোলার ইমন ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন। ৭ ওভার বোলিং করেছেন। মেডেন দিয়েছেন এক ওভার। মারুফ মৃধা নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন দেবাশিষ সরকার দেবা ও আল ফাহাদ। দুটি রান আউট হয়েছে পাকিস্তানের ইনিংসে।

সর্বশেষ

পাঠকপ্রিয়