News Bangladesh

নিউজ ডেস্ক || || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৬, ১২ নভেম্বর ২০২৪
আপডেট: ১১:৫১, ১২ নভেম্বর ২০২৪

বাংলাদেশকে টপকে গেল আফগানরা

বাংলাদেশকে টপকে গেল আফগানরা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলেছে আফগানিস্তান। বাংলাদেশ এখন ওয়ানডে সংস্করণেও ভালো করছে না। অথচ ওয়ানডে ফরম্যাট নিয়ে এতোদিন গর্ব করতো বাংলাদেশ। কিন্তু সেই গর্বের জায়গায় টান পড়েছে। সর্বশেষ আফগানিস্তানের কাছে সিরিজ হারের কারণে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও আফগানদের পেছনে পড়ে গেছে বাংলাদেশ।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শেষ হতেই র‍্যাঙ্কিং আপডেটেড করেছে আইসিসি। সেখানে স্থান বদল হয়েছে দুই দলেরই। আফগানরা ৯ থেকে উঠে এসেছে ৮–এ, বাংলাদেশ ৮ থেকে নেমে গেছে ৯–এ।  ২০২২ সালে বাংলাদেশে আফগানিস্তান ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল তিন ধাপ পিছিয়ে থেকে।
সিরিজ শুরুর আগে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের ছিল ৮৪। তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন ৮৫। বাংলাদেশেরও পয়েন্ট ৮৫। তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ এখন ৯–এ।
অথচ এ বছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেল আফগানিস্তান।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়