ইউরোপায় প্রথম জয় ম্যানইউর
ছবি: ইন্টারনেট
একের পর এক হারের ফলেই কোচ এরিক টেন হাগকে বরখাস্ত হতে হয়। অবশেষে ইউরোপা লিগে এসে প্রথম জয়ের দেখা পেলো ম্যানইউ।
ম্যানইউর আইভরিয়ান অখ্যাত ফরোয়ার্ড আমাদের জোড়া গোলে গ্রিক ক্লাব পিএওকে সোলানিকাকে ২-০ গোলে হারিয়েছে ম্যানইউ। টেন হাগের বিদায়ের পর অন্তর্ববর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়ের হাত ধরে বেশ ভালোই পারফরম্যান্স দেখাচ্ছে রেড ডেভিলরা।
ইউরোপা লিগে আগের তিন ম্যাচেই ড্র করেছিলো ম্যানইউ। আইভরি কোস্টের ফরোয়ার্ড আমাদ দিয়ালিও ম্যানইউকে চতুর্থ ম্যাচে এসে স্বস্তির জয় উপহার দিলেন।
ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয়ার্ধেই গোল দুটির দেখা পায় ম্যানইউ। ম্যাচের ৫০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে ভেসে আসা বলে আমাদ দিয়ালিও দুর্দান্ত এক হেডে বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। ৭৭তম মিনিটে দ্বিতীয় গোলও আসে আমাদের পা থেকে।
এই জয়ে ইউরোপা লিগে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রয়েছে ম্যানইউ। তাদের প্রতিপক্ষ সালোনিকার ৪ ম্যাচে একটিও জয় নেই। ১টি ড্রয়ে অর্জন মাত্র ১ পয়েন্ট। রয়েছে ৩৩তম স্থনে।
নিউজবাংলাদেশ.কম/এনডি