News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩০, ৩১ অক্টোবর ২০২৪

সাফজয়ীদের ২০ লাখ টাকা দেবে বিসিবি

সাফজয়ীদের ২০ লাখ টাকা দেবে বিসিবি

সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দলকে পুরস্কৃত করতে ২০ লাখ টাকা প্রদান করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণাটি দিয়েছে। এতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এ সাফল্য গোটা জাতির জন্য গর্বের।

সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুক আহমেদ বলেন, ‘আমাদের নারী ফুটবল দলের সাফল্যে আমরা ভীষণ গর্বিত। ক্রীড়াঙ্গনের এই অর্জন উদ্‌যাপনে বিসিবি পাশে রয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘এই জয় দেশের সব খেলোয়াড় ও মেয়েদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী বিভাগকেও অভিনন্দন জানাই।’

ফারুক আহমেদ আশা প্রকাশ করেন, সাবিনাদের এই সাফল্য বাংলাদেশের মেয়েদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। বিসিবি সবসময় নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে এবং এই জয় বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণা যোগাবে বলে তিনি বিশ্বাস করেন।

এরআগে গতকাল নেপালের দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এর আগে একই মাঠে নেপালকে হারিয়ে প্রথমবার সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী দল।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়