News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৫, ২৫ মে ২০২১

চোট নিয়ে মাঠের বাইরে সাইফ, বদলি তাসকিন

চোট নিয়ে মাঠের বাইরে সাইফ, বদলি তাসকিন

বাংলাদেশের ব্যাটিংয়ের সময় হেলমেটে বল লাগার পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন পেসার মোহাম্মদ সাইফ উদ্দিন। তার কনকাশন বদলি হিসেবে সুযোগ পেলেন তাসকিন আহমেদ। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম কনকাশন বদলি তাসকিন।

বাংলাদেশ ইনিংসের ৪৭তম ওভারে ওই চোট পান সাইফ। দুশমন্থ চামিরার শর্ট ডেলিভারিতে বল তার হেলমেটে লেগে যায় পয়েন্টে। ওই বলেই রান নেওয়ার চেষ্টায় সরাসরি থ্রোয়ে রান আউট হন সাইফ। ডাইভ দিয়েও রক্ষা পাননি রান আউট থেকে। তবে তখনই হাঁটু গেড়ে উইকেটে বেশ কিছুক্ষণ বসে থাকেন সাইফ। তার অস্তস্তি বোঝা যাচ্ছিল শরীরী ভাষায়। 

বাংলাদেশ দলের ফিজিও মাঠে গিয়ে পরীক্ষা করেন তার অবস্থা। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় আরও ভালোভাবে পর্যবেক্ষণের জন্য। পরের ওভারে ইসুরু উদানার বল লাগে মুস্তাফিজুর রহমানের হেলমেটের পেছন দিকে। হেলমেটের ‘নেক গার্ড’ খুলে পড়ে যায়। তবে মুস্তাফিজের সমস্যা হয়নি। ওই ডেলিভারির পর ব্যাটিং চালিয়ে যান তিনি। পরে নামেন ফিল্ডিংয়েও। প্রথম ম্যাচে বোলিং ভালো না হওয়ায় বাদ পড়া তাসকিন নিজেকে মেলে ধরার আরেকটি সুযোগ পেলেন সাইফের চোটে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়