শরিফুলের অভিষেক ম্যাচে টজ জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে টস জিতেছে স্বাগতিক বাংলাদেশ। এর আগে প্রথম ওয়ানডে টস জিতে ব্যাট করে বাংলাদেশ ৩৩ রানে জয় পায়। এই ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসামের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ইতিমধ্যে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।
মঙ্গলবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়। এর আগে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
টাইগারদের একাদশে শরিফুলের অভিষেক ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ। এছাড়া মো:মিঠুনকে একাদশে রাখা হয়নি। তার পরিবর্তে একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে শ্রীলঙ্কার একাদশে কোন পরিবর্তন আসেনি। প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে তারা।
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাথিকালা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইশুরু উদানা, লাকশান সান্দাকান ও দুষ্মন্ত চামিরা।
নিউজবাংলাদেশ.কম/ডি