News Bangladesh

স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৩, ২৪ মে ২০২১

জেদ থেকেই এই পারফরমেন্স: সাইফউদ্দিন

জেদ থেকেই এই পারফরমেন্স: সাইফউদ্দিন

২০১৯ আইসিসি বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন পেস বোলিং অল রাউন্ডার সাইফউদ্দিন। দলের হয়ে কখনও ৮ কখনও ৯ নম্বরে ব্যাট করে ৭ ম্যাচে ২৯.০০ গড়ে করেছেন ৮৭ রান। যার মধ্যে ভারতের বিপক্ষে বার্মিংহামে ৫১ রানের ইনিংসটি ছিল বলার মতো।
বোলিংয়ে মোস্তাফিজের (২০ উইকেট) পর বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক উইকেট তার (১৩ উইকেট)। বিশ্বকাপের পর ইনজুরি ভুগিয়েছে তাকে।ইনজুরির কারণে বিশ্বকাপ পরবর্তী শ্রীলংকা সফর মিস করেছেন। সাম্প্রতিক সিরিজগুলোতে অনিয়মিত হয়ে পড়েছিলেন এই পেস বোলিং অল রাউন্ডার।
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মিস করেছেন ১ ম্যাচ। করোনাকালে হোমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সেখানে খেলেছেন ১ ম্যাচ। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচে করেছেন শিকার ৭ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেখানে ১ ম্যাচে ৩ উইকেট।
শেষ নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে এক ম্যাচের বেশি খেলানো হয়নি। দলে অনিয়মিত থাকার যন্ত্রনাটা ভালই টের পেয়েছেন সাইফউদ্দিন। সে কারণেই শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে প্রথম ম্যাচ থেকে খেলতে সুযোগের অপেক্ষায় ছিলেন।
ফলে জিদ থেকে রোজার মধ্যে নিজেকে দারুণভাবে তৈরি করেছেন বলে জানিয়েছেন সাইফউদ্দিন।
নিজের পারফরম্যান্স নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে মাঠে নামার আগে এই পেসার বলেন,‘রোজার মাস ছিল, এই সময়ে অনেক কাজ করেছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিউজিল্যান্ড সিরিজে ওভাবে দলে সুযোগ পাচ্ছিলাম না। যার কারণে নিজের ভেতরে অনেক জিদ কাজ করেছে। চেষ্টা করেছি এই সিরিজে প্রথম ম্যাচ থেকে খেলব। এই গোল সেট করে বাড়ি থেকে এসেছি।’
সুযোগটা পেয়ে সদ্বব্যহার করেছেন। ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে করেছেন ৯ বলে ১৩*, পেয়েছেন প্রথম ম্যাচে ২ উইকেট (২/৪৯)। যে দু'টি উইকেটের মধ্যে হাসারাঙ্গার উইকেটটি ছিল ভাইটাল। এখন তার লক্ষ্য একটাই, ধারাবাহিকতা-'ইনশাআল্লাহ প্রথম ম্যাচে সুযোগ পেয়ে কিছুটা হলেও নিজেকে হালকা করতে পেরেছি। এখনও ২টি ম্যাচ আছে। চেষ্টা করব এই ধারাবাহিকতা ধরে রাখব।’

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়