মুশফিকুরের রিভার্স সুইপ আর লিটনের ওপেনিং ব্যাট ভালো লাগেনা পাপনের
হোম আব ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ মানেই প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। এরপর বাংলাদেশ ক্রিকেটারদের ভুল-ত্রুটি নিয়ে কথা বলবেন গণমাধ্যমে! রোববার শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দেখেও বিশ্লেষণ করেছেন।
দলের সাফল্য ও ছোট ছোট ভুল-ত্রুটি নিয়ে অনেক কথাই বলেছেন বিসিবি বস। যেমন,‘তামিম কেন সেঞ্চুরি করতে পারছে না, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, সিনিয়র সাকিব। এদের নিয়ে আমি কমেন্ট করতে চাই না এখন, এ কারণে একটা জিনিস হচ্ছে আমি খালি মনে করি তামিম এ কোভিড সিসুয়েশনে কয়েকটা সেঞ্চুরি হাঁকাতে পারতো! এর মাঝে আজকে আমি নিশ্চিত ছিলাম যে ধরনের কন্ডিশন তাতে করে তামিমের জন্য এটা তো আইডিয়াল হওয়ার কথা।'
মুশফিকের সেঞ্চুরি হাতছাড়া হয়েছে রিভার্স সুইপ খেলার প্রবনতায় অনেক পুরানো। দারুণ ব্যাট করে সেঞ্চুরির আগে এইশট খেলতে গিয়ে আউট হন তিনি। মুশফিকের এই বাজে আউট মোটেও ভাল লাগেনা পাপনের। এ বিষয়ে আজ খোলামেলা মন্তব্য গণমাধ্যমকে করেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন,‘মুশফিক অসাধারণ ইনিংস খেলছে এবং ও সাধারণ প্লেয়ার। মুশফিক, তামিম, রিয়াদ এরা তো অসাধারণ প্লেয়ার আমাদের, আমরা তো অস্বীকার করছি না, ইনক্লুড সাকিব, দে আর আওয়ার বেস্ট ব্যাটসম্যান। ওর জন্য খারাপ লাগে যে একটা সেঞ্চুরি হাতছাড়া হয়ে গেলো। ৮৪ এ গিয়ে রিভারসুইপ করেছে, বাট ভালো এ শট ওর পছন্দ। বাট ওই সময় একটা প্লেয়ারের কি মনে হয় ও জানে, বাট আমার খারাপ লাগছে।’
গত বছরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর লিটনের ব্যাটে রান নেই। কিন্তু তারপরও ওপেনিংয়ে তামিমের পার্টনার লিটন! শ্রীলঙ্কার বিপক্ষেও ০ রানে স্লিপে ক্যাচ দিয়ে দলকে বিপদের মুখে ফেলে দিয়েছিলেন লিটন। সে কারণেই লিটনকে ওয়ানডে ম্যাচে ওপেনিংয়ে পাঠানোর পক্ষে নন বিসিবি সভাপতি। তিনি বলেন,‘লিটন- ও সব সময় পাঁচ ছয় নম্বরে ব্যাটার। আমার ধারণা, টি-টোয়েন্টিতে ওপেন করতে পারে, বাট এমনে তো পাঁচ ছয় নম্বরে। এগুলো নিয়া ওদের সাথে বসতে হবে। বসে কথা বলতে হবে। উপর থেকে চাপিয়ে দেওয়াটা আর চাচ্ছি না এখন। আগে যেটা হতো এখন আর করি না। বাট আগের চেয়ে এখন অনেক ইনবল্ব হয়েছি আবার তাই বলে ওটা না, বাট আমার ধারণা এটার সমাধান হয়ে যাবে।’
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস