শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী দল বাংলাদেশের
ফাইল ফটো
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে ফিরেছেন। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ ইমরুল কায়েস। তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী দলই সাজিয়েছে স্বাগতিকরা।
টাইগারদের ১৫ সদস্যের দলে আছেন- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি ও শরিফুল ইসলাম।
এছাড়া স্ট্যান্ড বাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেতে এই মুহূর্তে দেশে অবস্থান করছে শ্রীলংকান ক্রিকেট দল। আগামী ২৩ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে স্বাগতিক ও সফরকারিরা। একই ভেন্যুতে ২৫ মে সিরিজের দ্বিতীয় ও ২৮ মে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ