রোববার সকালে ঢাকায় আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল
টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার ঢাকায় আসছে শ্রীলঙ্কা ওয়ানডে ক্রিকেট দল। সব ঠিক থাকলে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে চেপে সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে লঙ্কানরা।
নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান।
তিনি বলেন, “আগামীকাল (রোববার) বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। সকাল ৮টা ৪৫ মিনিটে নামবে তারা। কোনো বিশেষ বিমান বা চার্টার্ডে আসছে না, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে আসবে।”
ঢাকায় নেমেই সোজা হোটেলে উঠবে গোটা দল। সেখানে তিনদিন রুম কোয়ারেন্টাইন করবে তারা। এর মধ্যে দুবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলে ১৯ মে থেকে নিজেদের মধ্যে অনুশীলনের সুযোগ মিলবে। ১৬ তারিখে বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারীরা।
সিরিজের প্রথম ওয়ানডে ২৩ মে। দ্বিতীয় ম্যাচটি ২৫ মে এবং শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২৮ মে। দিবারাত্রির সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ শেষে ২৯ মে দেশে ফিরে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ