টাইগারদের বিপক্ষে আক্রমাত্মক ক্রিকেট খেলবে শ্রীলঙ্কা!
টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে আগামী ১৬ মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আসছে তারা। বাংলাদেশে আসার আগেই লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা জানিয়েছেন, এ সিরিজে ‘ভয়ডরহীন আক্রমাত্মক ক্রিকেট’খেলবে তার দল।
কুশল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পছন্দ করি। এই কারণেই আমি সাফল্য পাই। আমি চাই, সবাই এভাবেই খেলুক। যখনই আমি ভয় নিয়ে খেলি, আমি সফল হতে পারি না।’
এছাড়া লঙ্কান অধিনায়ক বলেন, ‘নিজের দুর্বলতা ও শক্তির জায়গা বুঝে খেলতে হবে। মারলে বলটি কোথায় যাবে, আমার শটটি নিতে সমস্যা হবে কিনা- এসব আপনাকে বুঝতে হবে। আপনি যদি বোলার হন তাহলে বুঝতে হবে কোন বলে উইকেট পাবেন এবং কোন বলটি করলে ডট দিতে পারবেন। আর বাংলাদেশ সিরিজে আমাদের ফিল্ডিং ইউনিট নিয়ে আমি খুবই আশাবাদী।’
ঢাকায় পৌঁছে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামসংলগ্ন একাডেমি মাঠে দুই দিন অনুশীলনের পর ২১ মে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে শ্রীলঙ্কা দল। ম্যাচটি হবে সাভারের বিকেএসপিতে। সিরিজের প্রথম ওয়ানডে ২৩ মে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনু্ষ্ঠিত হবে মিরপুরে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস